পশ্চিমবঙ্গ

west bengal

Delhi-Mumbai Expressway: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের প্রথম অংশের উদ্বোধন রবিবার

By

Published : Feb 11, 2023, 6:29 PM IST

Updated : Feb 11, 2023, 8:06 PM IST

1386 কিলোমিটারের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে তৈরি করছে সরকার ৷ এই এক্সপ্রেসওয়ের দিল্লি থেকে দৌসা হয়ে লালসট পর্যন্ত 246 কিলোমিটার পর্যন্ত অংশের (First section of Delhi-Mumbai expressway) উদ্বোধন হবে রবিবার ৷ রবিবার এই অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Delhi-Mumbai Expressway
Delhi-Mumbai Expressway

1386 কিলোমিটারের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ে (Delhi-Mumbai Expressway) তৈরি করছে কেন্দ্রীয় সরকার ৷ সেই এক্সপ্রেসওয়ের কিছুটা অংশের কাজ সম্পূর্ণ হয়েছে ৷ রবিবার ওই অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ দিল্লি থেকে দৌসা হয়ে লালসট পর্যন্ত 246 কিলোমিটার রাস্তা আগামিকাল থেকে সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে ৷

এর ফলে নয়াদিল্লি থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সময় অনেক কম লাগবে ৷ এতদিন পর্যন্ত দেশের রাজধানী থেকে জয়পুর পর্যন্ত যেতে পাঁচ ঘণ্টা সময় লাগে ৷ নতুন এই এক্সপ্রেসওয়ে চালু হলে নয়াদিল্লি থেকে জয়পুর যেতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা ৷ অর্থাৎ দেড় ঘণ্টা সময় বাঁচবে ৷

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে

এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি (Union Minister Nitin Gadkari) ওই এক্সপ্রেস কিছু ছবি ও ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন ৷ মুহূর্তের মধ্য়ে তা ভাইরাল হয়েছে ৷ অনেকেই গড়কড়ির সেই টুইট রিটুইট করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন আনন্দ মহিন্দ্রাও ৷ ভিডিয়োটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘‘আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে পরিকাঠামো বিরক্তিকর নয়-এটি যাদুকর হতে পারে । আমি দিনেরবেলা এই এক্সপ্রেসওয়ে, না, স্বপ্নপথে গাড়ি চালানোর পরিকল্পনা করছিলাম ৷ কিন্তু এখন আমি মনে করি আমি একটি রাতে যাওয়ার পরিকল্পনা করব ৷

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে

একাধিক টুইটে গড়কড়ি জানিয়েছেন, এই সড়ক তৈরিতে কী কী সামগ্রী কতটা পরিমাণে ব্যবহার করা হয়েছে ৷ এই সড়ক তৈরিতে খরচ হচ্ছে প্রায় 12 হাজার কোটি টাকা ৷ তার মধ্যে প্রায় 6 হাজার কোটি টাকা ব্যয়ে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত অংশ তৈরি হয়েছে ৷ শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন হলে সংশ্লিষ্ট অংশের অনেক উন্নতি হবে ৷

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে

প্রসঙ্গত, মুম্বই-দিল্লি এক্সপ্রেসওয়ে দেশের সবচেয়ে দীর্ঘ সড়ক হতে চলেছে ৷ এর দৈর্ঘ্য হবে 1 হাজার 386 কিলোমিটার ৷ এই সড়ক মুম্বই ও দিল্লির মধ্যে দূরত্ব 12 শতাংশ কমিয়ে দেবে ৷ যাতায়াতের সময়ও কমবে প্রায় 50 শতাংশ ৷ এখন দিল্লি থেকে মুম্বই যেতে সড়কে অন্তত 24 ঘণ্টা লাগে ৷ এই সড়ক চালু হলে তা কমে হবে 12 ঘণ্টা ৷

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে

এই সড়ক দিল্লি থেকে মুম্বই যেতে ছয়টি রাজ্য অতিক্রম করবে ৷ সেগুলি হল দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত ও মহারাষ্ট্র ৷ কোটা, ইন্দোর, জয়পুর, বরোদা ও সুরাতের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করবে এই এক্সপ্রেসওয়ে ৷

আরও পড়ুন:'বন্দে ভারত এক্সপ্রেস ভারতের উন্নয়নের গতি ও ব্যাপ্তির প্রতিফলন !' দাবি মোদির

Last Updated : Feb 11, 2023, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details