পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 23, 2023, 10:39 PM IST

ETV Bharat / bharat

Recruitment of Agniveers: সেনায় নিয়োগের পরীক্ষা এবার অনলাইনে, একই থাকছে সিলেবাস

16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেনায় নিয়োগ পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৷ চলবে 16 মার্চ পর্যন্ত ৷ এবার পরীক্ষার প্রথম ধাপেই হবে কমন এন্ট্রান্স এক্সামিনেশন, অনলাইনে নেওয়া হবে এই পরীক্ষা (Army recruitment exam) ৷

ETV Bharat
ফাইল চিত্র

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: ভারতীয় সেনার তিন বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেনা কর্তারা ৷ যার নাম দেওয়া হয়েছে কমন এন্ট্রান্স এক্সামিনেশন বা সিইই (CEE) ৷ তবে সেনায় এই নিয়োগের পরীক্ষা পদ্ধতি বদলালেও সিলেবাসে কোনও বদল আনা হচ্ছে না ৷ সেনার এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা (online exam in Army Recruitment) ৷

ভারতীয় সেনার নিয়োগ বিভাগের ডিজি লেফটার্নেন্ট জেনারেল এনএস সারনা এদিন জানিয়েছেন, যেহেতু বর্তমান প্রজন্ম প্রযুক্তি ব্যবহারে সরগর এবং মোবাইল ফোন-নেটের ব্যবহার গ্রামাঞ্চলেও পৌঁছে গিয়েছে তাই অনলাইনে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেনার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে অনলাইনে ৷ এই পরীক্ষায় সফল হলে তারপর হবে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মেডিক্যাল পরীক্ষা ৷

এর আগে নিয়ম উলটো ছিল ৷ এতদিন আগে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হত পরীক্ষার্থীদের ৷ তারপর হত মেডিক্যাল পরীক্ষা এবং সবশেষে হত এন্ট্রান্স এক্সামিনেশন বা সিইই ৷ সেনার যুক্তি, আগে পরীক্ষার্থীদের লম্বা লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ অপেক্ষা করে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হত ৷ কিন্তু নিয়মে বদল আনার ফলে এবার সেই দীর্ঘ অপেক্ষার পর্ব কমবে, সেনার পক্ষেও আরও সহজ হবে সুষ্ঠুভাবে অগ্নিবীরদের বাছাই প্রক্রিয়া চালানো ৷ তবে অগ্নিবীর ছাড়াও সেনার অন্যান্য নিয়োগ প্রক্রিয়াতেও এই নিয়ম মানা হবে বলে সেনা সূত্রে খবর ৷

আরও পড়ুন: ব্যবসায়িক ক্ষেত্রে গ্রিন এনার্জির সম্ভাবনা সোনার খনির চেয়ে কম নয়, দাবি প্রধানমন্ত্রীর

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেনার বিভিন্ন বিভাগ ও পদ যেমন অগ্নিবীর, জুনিয়র কমিশনড অফিসর পদে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে ৷ 16 ফেব্রুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 15 মার্চ পর্যন্ত ৷ সেনার তরফে জানান হয়েছে এই পরীক্ষার জন্য এখনও পর্যন্ত 176টি পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে ৷ এই সেন্টারগুলিতে এসে পরীক্ষা দিতে পারবেন নিয়োগপ্রার্থীরা ৷ ফর্মপূরণের সময় 5টি পরীক্ষাকেন্দ্র বাছতে পারবেন পরীক্ষার্থীরা ৷ 17-30 এপ্রিলের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details