মুম্বই, 20 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য়ে রাজ্য়ে পৌঁছে যাচ্ছে অক্সিজেন এক্সপ্রেস ৷ ইতিমধ্য়ে একটি ট্রেন মুম্বই থেকে রওনা দিয়েছে ভাইজ্য়াগের উদ্দেশে ৷
সারা দেশে করোনা রোগীদের জন্য় অক্সিজেনের ঘাটতির অভিযোগ তুলেছেন অনেকে ৷ বিভিন্ন রাজ্য়ের তরফেও এই অভিযোগ তোলা হয়েছে ৷ তারপরই অক্সিজেন সিলিন্ডার রাজ্য়ে রাজ্য়ে পৌঁছে দেওয়ার বৃহত্তর পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ নাম দেওয়া হয়েছে অক্সিজেন এক্সপ্রেস ৷
জানা গেছে, বড় বড় ট্য়াঙ্কারে করে তরল অক্সিজেন ভরে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন রাজ্য়ে ৷ পাশাপাশি অক্সিজেনের বড় সিলিন্ডারও থাকবে ৷ যে সব রাজ্য় থেকে অক্সিজেন পাঠানোর প্রস্তাব আসবে সেই সব রাজ্য়ে পাঠিয়ে দেওয়া হবে অক্সিজেন এক্সপ্রেস ৷