পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বই থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস

সারা দেশে করোনা রোগীদের জন্য় অক্সিজেনের ঘাটতির অভিযোগ তুলেছেন অনেকে ৷ বিভিন্ন রাজ্য়ের তরফেও এই অভিযোগ তোলা হয়েছে ৷ তারপরেই অক্সিজেন সিলিন্ডার রাজ্য়ে রাজ্য়ে পৌঁছে দেওয়ার বৃহত্তর পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ নাম দেওয়া হয়েছে অক্সিজেন এক্সপ্রেস ৷

oxygen-express
অক্সিজেন এক্সপ্রেস

By

Published : Apr 20, 2021, 6:08 PM IST

মুম্বই, 20 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য়ে রাজ্য়ে পৌঁছে যাচ্ছে অক্সিজেন এক্সপ্রেস ৷ ইতিমধ্য়ে একটি ট্রেন মুম্বই থেকে রওনা দিয়েছে ভাইজ্য়াগের উদ্দেশে ৷

সারা দেশে করোনা রোগীদের জন্য় অক্সিজেনের ঘাটতির অভিযোগ তুলেছেন অনেকে ৷ বিভিন্ন রাজ্য়ের তরফেও এই অভিযোগ তোলা হয়েছে ৷ তারপরই অক্সিজেন সিলিন্ডার রাজ্য়ে রাজ্য়ে পৌঁছে দেওয়ার বৃহত্তর পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ নাম দেওয়া হয়েছে অক্সিজেন এক্সপ্রেস ৷

জানা গেছে, বড় বড় ট্য়াঙ্কারে করে তরল অক্সিজেন ভরে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন রাজ্য়ে ৷ পাশাপাশি অক্সিজেনের বড় সিলিন্ডারও থাকবে ৷ যে সব রাজ্য় থেকে অক্সিজেন পাঠানোর প্রস্তাব আসবে সেই সব রাজ্য়ে পাঠিয়ে দেওয়া হবে অক্সিজেন এক্সপ্রেস ৷

আরও পড়ুন- 18 ঊর্ধ্বদের টিকায় দেরি, মোদিকে কড়া চিঠি মমতার

গতকাল সন্ধের সময় অক্সিজেন এক্সপ্রেসের প্রথম ট্রায়াল হয়েছে ৷ মুম্বইয়ের কালামবোলি থেকে সাতটি ফাঁকা ট্য়াঙ্কার নিয়ে বিশাখাপত্তনম স্টিল প্ল্য়ান্টের দিকে রওনা দেয় অক্সিজেন এক্সপ্রেস ৷

এবিষয়ে পীযূষ গয়াল জানান, মহারাষ্ট্র ও মধ্য়প্রদেশের তরফে অক্সিজেন সিলিন্ডারের দাবি জানানো হয়েছিল ৷ এছাড়াও বিভিন্ন রাজ্য় থেকে একই দাবি এসেছে ৷ আর সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details