নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: আজ আলোচনায় বসছে 'ইন্ডিয়া' ব্লকের কো-অর্ডিনেশন কমিটি ৷ বুধবার দিল্লিতে এই বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে ৷ এই কো-অর্ডিনেশন কমিটিতে 14 জন সদস্য আছেন ৷ কমিটিতে রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেসের মুখপাত্র কে সি বেণুগোপাল, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে আজই অভিষেককে তলব করেছে ইডি ৷
রাজধানীতে ন্যাশনাল কংগ্রেস পার্টি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ৷ ইতিমধ্যে বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 'এক দেশ, এক ভোট' কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনেই তা চালুর সম্ভাবনা রয়েছে ৷ এই সময়ে কোঅর্ডিনেশন কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ বিরোধী দলগুলিও জানিয়েছে, দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্য নির্বাচনের জন্যও তারা প্রস্তুত ৷
এই বৈঠকের আগে মুম্বইতে ইউবিটি শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, আসন বণ্টনের পাশাপাশি ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে ৷ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে মহারাষ্ট্র ৷