অযোধ্যা, 14 জানুয়ারি: 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত অযোধ্যা ৷ সেই সঙ্গে মন্দিরে স্থাপিত হতে চলা রামলালার পোশাকও প্রায় তৈরি ৷ এর জন্য বিশেষ 'পীতাম্বর' বা 'হলুদ বস্ত্র' তৈরি করা হয়েছে ৷ আর রামের তিন ভাই অর্থাৎ, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের জন্যও একই রঙের পোশাক তৈরি করা হয়েছে ৷ রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন এই পোশাকেই বিশ্বের সামনে আসবেন রামলালা৷
ইটিভি ভারত সেই বিশেষ বস্ত্র তৈরির কারখানার অন্দরে পৌঁছে যায় ৷ কথিত আছে, এই পোশাক যিনি তৈরি করছেন, ত্রেতা যুগে তাঁদের পূর্বপুরুষরা রঘুবংশের পোশাক তৈরি করতেন ৷ 22 জানুয়ারি, সোমবারের এই অনুষ্ঠানের জন্য রাম এবং তাঁর ভাইদের পোশাক তৈরি হয়ে গিয়েছে ৷ পীতাম্বর এই পোশাকে একাধিক মণিমানিক্য বসানো হয়েছে ৷ মূলত, হলুদ শুভ রং হিসেবে ধরা হয় ৷ সেই কারণ, রাম, সীতা ও লক্ষ্মণ-সহ সকলের পোশাকের রং হলুদ করা হয়েছে ৷
আর এই পোশাক প্রস্তুতকারী দর্জি ভগবত প্রসাদ বলেন, "মসলিন কাপড়ের পোশাক তৈরি করা হয়েছে ভগবান রামলালার জন্য ৷ প্রভুর পোশাক খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ৷ এতে আমরা গোটা, জরি, পান্না ও হীরে দিয়ে সাজিয়েছি ৷ আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এই পোশাক সুন্দর করে তৈরির করার ৷ যাতে পোশাকটি রামলালাকে পড়লে সুন্দর দেখায় ৷ ঈশ্বরের কৃপায় আমরা এত শক্তি পাচ্ছি ৷ আমরা ঈশ্বরের জন্য পোশাক তৈরি করে খুবই আনন্দিত ৷ আমাদের এখান থেকেই রামলালার জন্য পোশাক তৈরি করা হচ্ছে ৷"