জুনাগড়, 10 অগস্ট:আজ বিশ্ব সিংহ দিবস ৷ এশিয়ার মধ্যে সিংহের দেখা মেলে একমাত্র এদেশেই ৷ গুজরাতের গির অরণ্যে দেখা মেলে হিন্দু পুরাণে বর্ণিত দেবীর বাহনের ৷ তবে গিরে বর্তমানে অস্তিত্ব বিপন্ন পশুরাজের ৷ তাই সেখানে নির্মিত হয়েছে সিংহকে পুজো করার মন্দিরও ৷ কিন্তু কীভাবে এবং কেন তৈরি হয়েছিল এই মন্দির (First lion memorial temple in Junagadh Bherai village of Gujarat in World) ?
2014 একটি চলন্ত ট্রেনের ধাক্কায় মারা যায় দু'টি সিংহী ৷ দেশে পশুপ্রেমীদের মনে এই ঘটনা ভীষণভাবে নাড়া দেয় ৷ গ্রামবাসীদের প্রার্থনা ছিল, এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে ৷ মৃত দুই সিংহীকে শ্রদ্ধা জানাতে এবং পশুরাজের সম্মানার্থে জুনাগড়ের বেহারি গ্রামে তারা একটি স্মারক মন্দির তৈরির সিদ্ধান্ত নেয় ৷ যেখানে সিংহের আরাধনা করা হয় ৷
অল্প অল্প করে সবাই মিলে টাকা তোলা শুরু হয় ৷ গ্রামের এক চাষি লক্ষ্মণ রাম তাঁর জমি দিয়ে প্রদান করেন সিংহের মন্দির তৈরির জন্য ৷ বাকিরাও যে যার মতো করে সাহায্য করেন ৷ আরেক গ্রামবাসী পেশায় শিক্ষক রমেশ রাওয়াল লিখে ফেললেন 'সিংহ চালিশা'ও ৷ বিগত 40 বছর ধরে তিনি সিংহের প্রজনন নিয়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন ৷
আরও পড়ুন: নন্দলাল বসুর তৈরি নকশার সঙ্গে মিল নেই নবনির্মিত অশোক স্তম্ভের, আক্ষেপ বিশ্বভারতীর শিল্পীদের