নয়াদিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করলেন লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং (IAF Lieutenant Shivangi Singh) ৷ বুধবার নয়াদিল্লির রাজপথে তিনি ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে ছিলেন (Indian Air Force Tableau in Republic Day Parade) ৷ তিনি ভারতের তিনি যুদ্ধবিমানের পাইলট হিসেবে দ্বিতীয় ভারতীয় মহিলা ৷ আর প্রথম মহিলা পাইলট, যিনি রাফালে যুদ্ধবিমানের ককপিটে বসেছেন (India's 1st woman Rafale Pilot) ৷
ভারতীয় প্রথম যুদ্ধবিমান মহিলা পাইলট হলেন ভাবনা কান্থ ৷ তিনি গতবছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Republic Day Program) নয়াদিল্লির রাজপথে ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে অংশ নিয়েছিলেন ৷ অন্যদিকে বারাণসীর মেয়ে লেফটেন্যান্ট শিবাঙ্গী 2017 সালে ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে যোগদান করেন ৷ মহিলা যুদ্ধবিমান চালকদের দ্বিতীয় ব্যাচ থেকেই তাঁকে ভারতীয় বায়ুসেনায় সামিল করা হয়েছে ৷