কলকাতা, 19 জুন: আসতে চলেছে দেশের প্রথম সার্ভাইক্যাল ক্যানসার অর্থাৎ, জরায়ুর ক্যানসারের প্রতিষেধক (First India Made Vaccine for Cervical Cancer Clearance by DCGI) ৷ তবে, এই প্রতিষেধকের সঠিক ব্যবহার কতটা হবে ? তা নিয়ে সংশয় রয়েছে চিকিৎসকমহলে ৷ কারণ হিসাবে চিকিৎসকরা জানাচ্ছেন, জরায়ু ক্যানসার সম্পর্কে অধিকাংশ মহিলারাই অবগত নন ৷ ফলে রোগ নিরাময় করতে প্রতিষেধকের ব্যবহার তখনই হবে, যখন মহিলারা সে নিয়ে অবগত হবেন ৷
চিকিৎসকদের মতে, বহু মানুষ অবগতই নন সার্ভাইক্যাল ক্যানসার অর্থাৎ, জরায়ুর ক্যানসারের (Cervical Cancer Vaccine) বিষয়ে ৷ ভারতে বহু মহিলা আক্রান্ত এই মারণ ভাইরাসে ৷ তবে, এক্ষেত্রে রয়েছে সচেতনতার অভাব ৷ অন্যদিকে, বিদেশের সঙ্গে পাল্লা দিয়ে দেশে প্রথম আসতে চলেছে জরায়ুর ক্যানসারের প্রতিষেধক ৷ সেরাম ইনস্টিটিউটের (Serum Institute) তৈরি ‘কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন’ (Quadrivalent Human Papillomavirus Vaccine)-কে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই বা ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ এই ভ্যাকসিন দেওয়া যাবে 9-26 বছর বয়সীদের ৷ ক্লিনিক্যাল ট্রায়ালের পর এই ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল ৷ এতদিন জরায়ুর ক্যানসারের প্রতিষেধক বলতে বিদেশি সংস্থা তৈরি দু’টি ভ্যাকসিন ছিল ৷ আর এই প্রথম ভারতের তৈরি জরায়ুর ক্যানসারের প্রতিষেধক আসছে ৷ তবে, এই প্রতিষেধকের ব্যবহার হবে এবং মহিলারা এর সুবিধা নিতে পারবেন ? সেই নিয়ে সংশয় রয়েছে চিকিৎসকমহলে ৷
ভারতে তৈরি জরায়ুর ক্যান্সারের প্রতিষেধক এলেও, জনসচেতনতা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের এ নিয়ে ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার বলেন, ‘‘আমরা যদি দেখি, মূলত চার রকমের মারণ ক্যানসারের প্রাদুর্ভাব বেশি থাকে ৷ এক ব্রেস্ট ক্যানসার, লাং ক্যানসার, কোলোরেকটাল ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসার ৷ এই সার্ভাইক্যাল ক্যানসারে প্রচুর মহিলা আক্রান্ত হন এবং অনেকে মারা যান ৷ 18 থেকে 40 বছর বয়সীদের মধ্যেই এই ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে ৷ ভ্যাকসিন সবসময়ই রোগটাকে প্রতিরোধ করতে সহযোগিতা করে ৷ আর সার্ভাইক্যাল ক্যানসারের নতুন এই ভ্যাকসিন যেহেতু দেশেই তৈরি ৷ ট্রায়ালও এখানেই হয়েছে ৷ তাই অনুমান করা হচ্ছে ‘কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন’ বা ‘কিউএইচপিভি’ (QUHPV) যথেষ্ট কাজ দেবে ৷ 9-14 বছর বয়সীদের যদি এই ভ্যাকসিন দেওয়া হয় ৷ তবে, স্বাস্থ্যের পক্ষে তা যথেষ্ট কার্যকরী হবে ৷’’
আরও পড়ুন:Teacher donates hair on World Cancer Day : দেখেছেন মা-দিদার কষ্ট, ক্যানসার দিবসে চুল দান জঙ্গলমহলের শিক্ষিকার
চিকিৎসক সুদীপ দাস বলেন, ‘‘ভ্যাকসিন আসছে ভালো ৷ তবে, বেশ কিছু বিষয় সেখানে নজর দেওয়া প্রয়োজন ৷ যাঁরা এই সার্ভাইক্যাল ক্যানসার অথবা জরায়ু ক্যানসারের বিষয়ে অবগত নয় ৷ এই বিষয়ে দু’টি প্রতিবন্ধকতা রয়েছে ৷ এক ভ্যাকসিনের দাম আর দুই মানুষের সচেতনতার অভাব ৷ ইতিমধ্যেই আমাদের কাছে দু’টি সার্ভাইক্যাল ক্যানসারের ভ্যাকসিন রয়েছে ৷ এই জরায়ু ক্যানসার আমাদের দেশে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের মধ্যে বেশি দেখা যায় ৷ আর তাঁদের মধ্যে সচেতনতার অভাব যথেষ্ট ৷ ফলে ভ্যাকসিন আমাদের বাজারে যথেষ্ট গ্রহণযোগ্য ফলে মানুষ কতটা সেটা ব্যবহার করবে তা নিয়ে সংসয় থেকেই যাচ্ছে ৷ হিউম্যান প্যাপিলোমাভাইরাসের অনেক স্ট্রেন হয়। তার মধ্যে দু’টি স্ট্রেন থেকে সার্ভাইক্যাল ক্যানসার হয় ৷ পুরনো যে ভ্যাকসিন ছিল তারই মতো 70 শতাংশ কাজ করবে নতুন এই ভ্যাকসিন ৷ তবে আমাদের দেশে যে হারে মহিলারা সার্ভাইক্যাল ক্যানসারে ভোগেন ৷ সেই তুলনায় এই 70 শতাংশই যথেষ্ট ৷’’