পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Human Library in Gujarat : বই নয়, গল্প বলবে মানুষ ; জুনাগড়ে তৈরি দেশের প্রথম মানব গ্রন্থাগার - গুজরাতের জুনাগড়ে ডিস্ট্রিক্ট কালেক্টরেটের অফিস

গুজরাতের জুনাগড়ে ডিস্ট্রিক্ট কালেক্টরেটের অফিসে চালু হল মানুষের গ্রন্থাগার ৷ এখানে বই নিয়ে গল্প পড়তে হবে না ৷ মানুষের মুখ থেকে অন্য মানুষ শুনবে প্রতিদিনের ওঠাপড়ার কথা (Human Library in Gujarat ) ৷ কর্মীদের মানসিক চাপ কমাতেই নাকি এই উদ্যোগ ৷

Junagadh District Collectorate Human Library
জুনাগড়ে হিউম্যান লাইব্রেরি

By

Published : May 21, 2022, 4:43 PM IST

জুনাগড়, 21 মে : হিউম্যান লাইব্রেরি অর্থাৎ মানুষের গ্রন্থাগার ৷ যেখানে বই নয়, গল্প বলবে মানুষ ৷ দেশের প্রথম এমন গ্রন্থাগার চালু হল গুজরাতের জুনাগড়ে ৷ শুক্রবার ডিস্ট্রিক্ট কালেক্টরেটে (Junagadh District Collectorate) এর উদ্বোধন করেন জেলাশাসক রাচিত রাজ ৷ ডেনমার্কে এমন গ্রন্থাগার আছে ৷ সেখানে মানুষের কাছ থেকে গল্প শোনা যায় ৷ সেই ধারণায় উৎসাহিত হয়েই ভারতে প্রথম এমন উদ্যোগ (First Human Library in India set up in Junagadh Gujarat) ৷

উদ্বোধনের পর কালেক্টর এই পদক্ষেপ নিয়ে সদর্থক ভাবনা প্রকাশ করেন ৷ তিনি জানান, এতে মানুষের জীবনে চাপ অনেকটা লাঘব হবে ৷ একজন আরও একজনের সঙ্গে কথা বলতে পারবে ৷ একজনকে গল্প বলতে দেওয়া হবে ৷ এটাই প্রাথমিক উদ্দেশ্য ৷ এই পদ্ধতিতে পরোক্ষ ভাবে বহু মানুষের মন ভাল রাখা যাবে ৷ কাজের ফাঁকে কালেক্টরেট-এর কর্মীরা লাইব্রেরিতে বসে আড্ডা মারতে পারবেন ৷ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত তাঁরা জীবনের রোজনামচা থেকে নানা ঘটনা, বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন ৷

আরও পড়ুন : Rahul Slams Modi : ধনী-গরিবের জন্য দু’টো আলাদা ভারত তৈরিই মোদির গুজরাত মডেল, আক্রমণ রাহুলের

এতে তাঁদের নিজেদের মধ্যে সম্পর্ক আরও সুন্দর হবে, সমাজে মেশার উৎসাহ জোগাবে এই কথোপকথন ৷ ডিস্ট্রিক্ট কালেক্টর রাচিত রাজ বলেন, "আমাদের পরিকল্পনা, অফিসের কর্মচারীরা লাইব্রেরিতে আসুন ৷ আশা করি, এটা তাঁদের ভালো থাকার উপর প্রভাব ফেলবে, এমনকি কাজেও ৷ আমাদের লক্ষ্য অফিসের পরিবেশটা মানসিক চাপমুক্ত রাখা ৷"

ABOUT THE AUTHOR

...view details