জুনাগড়, 21 মে : হিউম্যান লাইব্রেরি অর্থাৎ মানুষের গ্রন্থাগার ৷ যেখানে বই নয়, গল্প বলবে মানুষ ৷ দেশের প্রথম এমন গ্রন্থাগার চালু হল গুজরাতের জুনাগড়ে ৷ শুক্রবার ডিস্ট্রিক্ট কালেক্টরেটে (Junagadh District Collectorate) এর উদ্বোধন করেন জেলাশাসক রাচিত রাজ ৷ ডেনমার্কে এমন গ্রন্থাগার আছে ৷ সেখানে মানুষের কাছ থেকে গল্প শোনা যায় ৷ সেই ধারণায় উৎসাহিত হয়েই ভারতে প্রথম এমন উদ্যোগ (First Human Library in India set up in Junagadh Gujarat) ৷
উদ্বোধনের পর কালেক্টর এই পদক্ষেপ নিয়ে সদর্থক ভাবনা প্রকাশ করেন ৷ তিনি জানান, এতে মানুষের জীবনে চাপ অনেকটা লাঘব হবে ৷ একজন আরও একজনের সঙ্গে কথা বলতে পারবে ৷ একজনকে গল্প বলতে দেওয়া হবে ৷ এটাই প্রাথমিক উদ্দেশ্য ৷ এই পদ্ধতিতে পরোক্ষ ভাবে বহু মানুষের মন ভাল রাখা যাবে ৷ কাজের ফাঁকে কালেক্টরেট-এর কর্মীরা লাইব্রেরিতে বসে আড্ডা মারতে পারবেন ৷ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত তাঁরা জীবনের রোজনামচা থেকে নানা ঘটনা, বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন ৷