চেন্নাই, 23 নভেম্বর: 96 বছরে প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবি ৷ তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি ৷ বৃহস্পতিবার কেরলের কোলাম জেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাতিমা বিবি ৷
কেরলের পান্ডালমের বাসিন্দা ছিলেন তিনি ৷ সরকারি আইন কলেজ থেকে ডিগ্রি অর্জন করে 1950 সালে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এই প্রাক্তন বিচারপতি । অবসর গ্রহণের পর তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এবং তারপর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন । 1990 সালে তাঁকে ডি.লিট এবং মহিলা শিরোমণি পুরস্কারে সম্মানিত করা হয় । এছাড়াও তাঁকে ভারত জ্যোতি পুরস্কার এবং ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল লাইফটাইম অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয় ।
ফাতিমা বিবি সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা মুসলিম বিচারপতিও বটে ৷ সুপ্রিম কোর্টের সূচনাকাল থেকে খুব কম মহিলা বিচারপতিকে নিযুক্ত করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে ৷ তার মধ্যে 1989 সালে প্রথম মহিলা বিচারপতি হিসাবে এম ফাতিমা বিবিকে নিয়োগ করা হয় ৷ এম ফাতিমা বিবি 30 এপ্রিল 1927 সালে কেরলে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবা তাঁকে আইন নিয়ে পড়তে উৎসাহিত করেছিলেন। 1950 সালে তিনি বার কাউন্সিল পরীক্ষায় শীর্ষস্থান অধিকার ছিলেন ৷ প্রথম মহিলা হিসাবে বার কাউন্সিলের স্বর্ণপদক পান । তিনি কেরলেই একজন আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং 1974 সালে জেলা ও দায়রা আদালতের বিচারক হন । 1980 সালে তিনি আয়কর আপিল ট্রাইব্যুনালে যোগ দেন এবং 1983 সালে কেরল হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ।
1989 সালে সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি নিযুক্ত হয়ে ইতিহাস রচনা করেন ফাতিমা বিবি ৷ সেই পদ তিনি 29 এপ্রিল 1992 সাল পর্যন্ত সামলেছিলেন ৷ শীর্ষ আদালতে অবসর গ্রহণের পর তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন ৷ তবে তার আগে প্রথম জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।
আরও পড়ুন:
- প্রয়াত সুপ্রিম কোর্টের বিচারপতি মোহন এম শান্তনাগৌদর