মুম্বই, 22 অক্টোবর: সাইবার সন্ত্রাসে (Cyber Terrorism) দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম মহারাষ্ট্রে (Maharashtra) কারও শাস্তি ঘোষণা করল আদালত ৷ দোষী ব্যক্তির নাম আনিস আনসারি (Anees Ansari) ওরফে আনিস শাকিল আনসারি (Anees Shakeel Ansari) ৷ পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়র আনিসকে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) সাজা দেওয়া হয় ৷ 2014 সালে বিকেসি-এর আমেরিকান স্কুলের পড়ুয়াদের খুনের ষড়যন্ত্র করেছিল আনিস ৷
আনিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, ওই স্কুলে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল সে ৷ সেই কারণেই 2014 সালের 18 অক্টোবর তাকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তীতে শুনানি চলাকালীন আদালতে দোষী সাব্যস্ত হয় আনিস ৷ তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের 66 (এফ) ধারায় দায়ের হওয়া অভিযোগ সত্যি প্রমাণিত হয় ৷ সংশ্লিষ্ট দায়রা আদালতের বিচারক এ এ যোগলেকর এই প্রসঙ্গে জানান, ওমর এলহাজ নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল আনিস ৷ ওই ব্যক্তিকে একাধিক আপত্তিকর মেসেজ পাঠিয়েছিল সে ৷ সেইসব মেসেজে জঙ্গিগোষ্ঠী আইসিস-এর মতাদর্শ প্রচার করা হচ্ছিল ৷ জনমানসে আতংক ছড়ানোর জন্য অফিসের কম্পিউটারও বেআইনিভাবে ব্যবহার করেছিল আনিস ৷ ইন্টারনেট ব্যবহার করে ভারতের অখণ্ডতা ও একতাকে বিঘ্নিত করতে চেয়েছিল ওই যুবক ৷ আদালতে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে ৷