সাগর (মধ্যপ্রদেশ), 5 জুলাই: গরুদের জন্য হস্টেল ৷ হ্যাঁ, মধ্যপ্রদেশের সাগর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই হস্টেল তৈরি করা হচ্ছে ৷ আর এই পুরো বিষয়টিতে কেন্দ্রীয় পশুখাদ্য মন্ত্রকের সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালেয়র ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷ কর্তৃপক্ষ এই হস্টেল শুধু গরুদের রাখার জন্য তৈরি করছে না ৷ এই বিভাগে ডেয়ারি ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন কোর্স চালু করা হয়েছে এই শিক্ষাবর্ষ থেকে ৷ যেখানে গরুদের নিয়ে গবেষণা ও তাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে ৷ আর এই পূর্ণাঙ্গ প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কামধেনু পীঠ’ ৷
মধ্যপ্রদেশের সবচেয়ে পুরনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হল, ড. হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় ৷ যা সাগর বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত ৷ আর এরাই প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে চলেছে, যেখানে গরুদের নিয়ে গবেষণা, সংরক্ষণ, প্রচার ও প্রজনন হবে ৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে 2021 সালের নভেম্বর মাসে এ নিয়ে চুক্তি সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এই ‘কামধেনু পীঠ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ প্রায় শেষের পথে ৷ এমনকি এই হস্টেল তৈরির জন্য জমির অনুমতিও পেয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ৷