অমরাবতী ও চণ্ডীগড়, 12 ডিসেম্বর : এবার অন্ধ্রপ্রদেশেও ওমিক্রন সংক্রমণ (Omicron in Andhra Pradesh) ৷ আয়ারল্যান্ড থেকে আসা এক ব্যক্তির শরীরে মিলল ওমিক্রন ভাইরাস ৷ পাশাপাশি রাজ্যের প্রথম সংক্রমণ ধরা পড়ল হরিয়ানার চণ্ডীগড়েও (Omicron in Haryana) ৷ সেখানে ইটালি থেকে আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রন ধরা পড়েছে ৷
অন্ধ্রের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আইরিশ ওই পর্যটক প্রথমে মুম্বই আসেন ৷ সেখানে পরীক্ষায় তাঁর কোভিড নেগেটিভ আসে ৷ তার ভিত্তিতে তাঁকে গত 27 নভেম্বর বিশাখাপত্তনম যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷ তবে বিজয়নগড়মে দ্বিতীয়বার আরটিপিসিআর করা হলে 34 বছর বয়সী ওই পর্যটকের কোভিড পজিটিভ পাওয়া যায় ৷ তাঁর নমুনা হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজিতে পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ৷ তাতেই দেখা যায় তিনি ওমিক্রন আক্রান্ত ৷ তবে তাঁর কোনও উপসর্গ ছিল না ৷ সম্প্রতি 15 জন বিদেশি, যাঁরা অন্ধ্রে এসেছেন, তাঁদের সবারই কোভিড পরীক্ষা করা করে দেখা যায় তাঁরা পজিটিভ ৷ সবার নমুনাই হায়দরাবাদে পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ৷ তবে অন্ধ্র সরকারের তরফে মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা জানানো হয়েছে (Omicron Scare in Andhra Pradesh) ৷ পাশাপাশি অবশ্যই কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ৷