বেঙ্গালুরু, 8 মে : মহিলা সেনা পুলিশের সংযুক্তিকরণ হল ভারতীয় সেনায় ৷ শনিবার বেঙ্গালুরুর দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের দ্রোণাচার্য প্যারেড গ্রাউন্ডে প্রথম মহিলা সেনা পুলিশের 83 জন সদস্য প্যারেডে অংশ নিলেন ৷ করোনা আবহ পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই সামান্য আয়োজনের মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হয় ৷
দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডান্ট মহিলা সেনাবাহিনীর এই প্যারেডের মূল্যায়ন করেন ৷ তাঁরা তাঁদের অসাধারণ ড্রিলের মাধ্যমে সেখানে উপস্থিত আধিকারিকদের মন জয় করে নেন ৷ আর সেই সঙ্গে 61 সপ্তাহের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে নিজেদের প্রমাণ করায়, দ্য কর্প অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডান্ট বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান ৷