পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Minister Shot: স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি পুলিশকর্মীর , আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে - মন্ত্রীর বুকে গুলি

একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী (Firing on Odisha Health Minister)৷

Etv Bharat
গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

By

Published : Jan 29, 2023, 1:06 PM IST

Updated : Jan 29, 2023, 1:56 PM IST

ঝাড়সুগুরা (ওড়িশা), 29 জানুয়ারি: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে নব দাসকে লক্ষ্য করে গুলি চালালেন পুলিশ কর্মী (Odisha health minister Naba Das)৷ ব্রজরাজনগরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রবিবার দুপুরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ মন্ত্রীর বুকে গুলি লাগে বলে খবর । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এএসআই গোপাল দাস ওই মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে জানিয়েছেন, ব্রজরাজনগরের এসডিপিও । আঘাত গুরুতর হওয়ায় মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে ভুবনেশ্বরে নিয়ে আসা হচ্ছে। কী কারণে পুলিশকর্মী মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালেন তা স্পষ্ট নয়। এদিকে ঘটনার পরই ওই এএসআই'কে আটক করা হয়েছে । তিনি কেমন এমন কাণ্ড ঘটালেন তা জানতে চাওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর সহকর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

মন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার খবরে বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে । সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এক মন্ত্রীকে কীভাবে পুলিশকর্মী এভাবে গুলি করতে পারেন তাও অনেকের কাছে স্পষ্ট হচ্ছে না । অন্যদিকে গুলি চালনার ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে বিজেডি কর্মীদের মধ্যে । অভিযুক্তর দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা ।

গোটা ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন প্রশাসনের শীর্ষকর্তারা । এই কাণ্ড ঘটাতে ওই পুলিশকর্মীকে কেউ সাহায্য করেছিল কিনা তা জানার কাজ শুরু হয়েছে । পাশাপাশি কীভাবে গোটা ঘটনাটি ঘটল সেটাও বোঝার চেষ্টা হচ্ছে । ওই পুলিশকর্মীর সঙ্গে মন্ত্রীর কোনও পূর্ব যোগাযোগ ছিল কিনা সেটাও জানার কাজ শুরু হয়েছে। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই কয়েকটি বিষয় জানতে পেরেছেন তদন্তকারীরা । আরও কয়েকটি বিষয় জেনে নিতে চান তাঁরা ।

আরও পড়ুন: শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলন রাহুলের

Last Updated : Jan 29, 2023, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details