পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বইয়ের মানখুরদে আগুন, ঘটনাস্থানে 15টি ইঞ্জিন - মুম্বইয়ের ফিল্ম সিটিতে আগুন

সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের ভয়াবহ আগুন মুম্বইয়ে । মুম্বইয়ের ফিল্ম সিটির পরে এবার আগুন লাগল মানখুরদের স্ক্রাপে । ঘটনায় ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ।

Firefighters still present at scene as flames still flicker and burn at a Mankhurd scrapyard in Mumbai
Firefighters still present at scene as flames still flicker and burn at a Mankhurd scrapyard in Mumbai

By

Published : Feb 6, 2021, 7:45 AM IST

মুম্বই, 6 ফেব্রুয়ারি : ফের মুম্বইয়ে আগুন । গতকাল দুপুর 2 টো 45 নাগাদ মুম্বইয়ের মানখুরদের স্ক্রাপের মধ্যে আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে দমকলের 15 টি ইঞ্জিন । মধ্যরাত পর্যন্ত চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ । ঘটনায় আহত 1, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় । যদিও কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ।

হাওয়ার গতি বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । ওই আগুন নেভাতে গিয়ে হরিশ নাদকর নামে 40 বছরের এক দমকল বিভাগের কর্মী জখম হন । তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয় । তিনি আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা ।

আরও পড়ুন : আসানসোলে বহুতলে আগুন, রাজনীতি ভুলে উদ্ধারে সবুজ-গেরুয়া-লাল

চলতি সপ্তাহেই মুম্বইয়ের গুরগাঁও এলাকার ইনরবিট মলের কাছে এক ফিল্ম সেটে আগুন লাগে । সেই ঘটনাতেও কেউ হতাহত হননি । তবে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয় ।

ABOUT THE AUTHOR

...view details