মুম্বই, 6 ফেব্রুয়ারি : ফের মুম্বইয়ে আগুন । গতকাল দুপুর 2 টো 45 নাগাদ মুম্বইয়ের মানখুরদের স্ক্রাপের মধ্যে আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে দমকলের 15 টি ইঞ্জিন । মধ্যরাত পর্যন্ত চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ । ঘটনায় আহত 1, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় । যদিও কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি ।
হাওয়ার গতি বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । ওই আগুন নেভাতে গিয়ে হরিশ নাদকর নামে 40 বছরের এক দমকল বিভাগের কর্মী জখম হন । তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয় । তিনি আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা ।