নয়াদিল্লি, 25 অক্টোবর: দীপাবলির পর আজ সকাল থেকে দূষণে ভরে গিয়েছে রাজধানী দিল্লির হাওয়া (Very Poor Air Quality Index in Delhi) ৷ আবহাওয়া বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লি ও এনসিআর এলাকায় বাতাসের গুণমান সূচক ‘খুব খারাপে’র পর্যায়ে রয়েছে (Firecrackers Burst Cause of Very Poor Air Quality) ৷ পরিবেশবীদদের একটা বড় অংশ মনে করছেন, নিষেধাজ্ঞা উড়িয়ে যেভাবে দেদার বাজি ফেটেছে তার জেরেই দিল্লির দূষণ এতটা বেড়েছে । তবে, পরিস্থিতি গত বছরের থেকে অনেকটাই ভালো বলে জানা গিয়েছে ৷ আর তার অন্যতম কারণ, অনুকূল আবহাওয়া ৷ যা দূষণকে অনেকটাই কমাতে সাহায্য করেছে ৷
রাজধানী দিল্লির বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স মঙ্গলবার সকালে ছিল 326 ৷ প্রসঙ্গত, এনসিআর অর্থাৎ, জাতীয় রাজধানী সংলগ্ন এলাকা যেমন গাজিয়াবাদে দূষণের মাত্রা 285, নয়ডা 320, গ্রেটার নয়ডা 294, গুরুগ্রাম 315 এবং ফরিদাবাদ 310 ৷ মোটের উপর দীপাবলির পরেরদিন দিল্লির বাতাসে দূষণের পরিমাণ ‘খারাপ’ থেকে ‘খুব খারাপে’র মধ্যে রয়েছে ৷ তবে, গত 7 বছরের তুলনায় এবার দিল্লি ও তার সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান সূচক অনেকটাই ভালো ৷ তবে, পরিবেশ বিভাগ তাতে গুরুত্ব দিতে নারাজ ৷ কারণ, বাতাসের গুণমান সূচক যে 326-এ রয়েছে, তা কখনই ভালো নয় ৷ এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে ৷ সমানভাবে, প্রাণীকূলের শারীরে ব্যাপকভাবে রোগের বিস্তার করবে ৷