পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire on Vande Bharat Express: দিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসে আগুন-আতঙ্ক ! - fire was reported in battery box

বন্দে ভারত এক্সপ্রেসের কোচে আগুন ৷ সোমবার সকালে এসি কোচে আগুনের শিখা দেখতে পাওয়া যায় ৷ দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

Etv Bharat
বন্দে ভারত এক্সপ্রেসে আগুন আতঙ্ক !

By

Published : Jul 17, 2023, 9:18 AM IST

Updated : Jul 17, 2023, 9:48 AM IST

কুরবাই, 17 জুলাই: বন্দে ভারত এক্সপ্রেসের এসি কোচে আগুন ৷ এই ঘটনার জেরে সোমবার মধ্যপ্রদেশের কুরওয়াই কেথোরা স্টেশনে রেলযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ এক্সপ্রেস ট্রেনটি ভোপাল থেকে দিল্লি যাচ্ছিল ৷ ট্রেনে আগুন লাগার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের 14 নম্বর এসি কোচে আচমকাই আগুনের শিখা বেরোতে দেখা যায় ৷ বেরোতে থাকে ধোঁয়াও ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ৷ ট্রেনটিও স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছন দমকল কর্মীরা ৷ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা ৷

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা সকলেই সুরক্ষিত ৷ আগুন ব্যাটারি বক্স থেকে অন্য কোথাও ছড়িয়ে পড়েনি ৷ তার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন ৷ পরীক্ষা-নিরীক্ষার পর খুব শীঘ্রই এক্সপ্রেস ট্রেন চলা শুরু হবে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় ট্রেন চলাচন ব্যাহত হয়েছে।

আরও পড়ুন:জয়পুরে লাইনচ্যুত মালগাড়ি , বাতিল 3 জোড়া এক্সপ্রেস ট্রেন

জানা গিয়েছে, ভোপাল-হজরত নিজামুদ্দিন (দিল্লি) বন্দে ভারত এক্সপ্রেস ভোপাল থেকে দিল্লি আসছিল ৷ বিনা স্টেশনে আসার আগে কুরওয়াই কেথোরা স্টেশনে14 নম্বর এসি কোচে আগুনের শিখা দেখা যায় ৷ সকাল 7টা নাগাদ সঙ্গে সঙ্গে এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ ওই কোচে যাত্রী সংখ্যা ছিল প্রায় 30-র উপরে ৷ তাঁদের সকলকেই নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয় ৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছন দমকলের কর্মীরা ৷

দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই ব্যাটারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ এই ঘটনায় সাহায্যের হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারাও ৷ উল্লেখ্য, রানি কমলাপতি-নিজামুদ্দিন মধ্যপ্রদেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ৷ গত 1 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করেছিলেন ৷ তবে বারবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসায় রেলের সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল ৷

Last Updated : Jul 17, 2023, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details