মুম্বই, 5 নভেম্বর: শনিবার সকালে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ তবে এই ঘটনায় কোউ হতাহতের কোনও খবর নেই ।
জানা গিয়েছে, এদিন সকালে নাসিক রোড স্টেশনে মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যানে আচমকা আগুন লেগে যায় ৷ রেলকর্তারা জানিয়েছেন, শালিমার এবং মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের মধ্যে চলাচলকারী ট্রেনের ইঞ্জিনের পাশের পার্সেল ভ্যানে (কোচ) সকাল 8.45 টার দিকে আগুনের ঘটনাটি ঘটে ৷