সুরাত, 23 সেপ্টেম্বর: ফের ট্রেনে ভয়াবহ আগুন ৷ শনিবার দুপুরে আগুন লাগে হামসফর সুপারফাস্ট ট্রেনে ৷ গুজরাতের ভালসাদ স্টেশনের কাছে আগুন লাগে বলে জানা যায় ৷ আচমকাই ট্রেনের দু'টি বগিতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ তাঁদের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় উচ্চপদস্থ রেল আধিকারিকরা ৷ যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া ৷
দেখা গিয়েছ, রেলের বগি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে ৷ তারপরেই ট্রেনের ভিতর থেকে নজরে আসে আগুনের লেলিহান শিখা ৷ আগুন দেখে ছুটে আসেন এলাকার বাসিন্দারা ৷ রেল আধিকারিকদের পাশাপাশি, তাঁরাও আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের বাকি বগি গুলি আলাদা করে দেওয়া হয় ৷ হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল, তা সঠিক তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা ৷ তিরুচিরাপল্লী থেকে শ্রীগঙ্গানগর যাচ্ছিল হামসফর সুপারফাস্ট ট্রেনটি ৷ গুজরাতের ভালসাদের কাছে আচমকাই ট্রেনে আগুন লাগে বলে খবর ৷ সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় ট্রেনে থাকা উপস্থিত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ হুড়োহুড়িতে পদদলিত হওয়ার আশঙ্কা দেখা দেয় ৷ তবে রেল আধিকারিকদের তৎপরতায় সকলেই নিরাপদে থাকেন ৷