ধানবাদ (ঝাড়খণ্ড), 28 জানুয়ারি: হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল পাঁচজনের (Five Killed due to Fire in Hospital) ৷ মৃতদের মধ্যে এক চিকিৎসক দম্পতিও রয়েছেন ৷ তাঁরা ওই হাসপাতাল লাগোয়া এলাকায় থাকতেন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad) ৷ সেখানকার টেলিফোন এক্সচেঞ্জ রোডের ব্যাংক মোড়ে ওই হাসপাতাল অবস্থিত ৷ যার নাম হাজরা হাসপাতাল ৷ সেখানে একটি হাজরা ক্লিনিকও রয়েছে ৷ সেই ক্লিনিকেই আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল ৷ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে খবর ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত চিকিৎসক দম্পতির নাম বিকাশ হাজরা ও প্রেমা হাজরা ৷ তাঁর বাড়িও হাজরা হাসপাতালেই । দু’জনেই হাসপাতালে থাকতেন । হাসপাতাল ও তাঁদের বাসস্থানের মধ্যে একটি করিডর রয়েছে । এই করিডরটি হাসপাতাল থেকে তাঁদের বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহার করা হত ৷ ওই করিডরেই আগুন লাগে । আগুনের কারণে প্রচুর ধোঁয়া উঠতে থাকে এবং পুরো করিডর ধোঁয়ায় ভরে যায় । বিকাশ ও প্রেমার বাড়িতেও ধোঁয়া পৌঁছে যায় ৷ শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷