পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তৈরি হত জন্মদিনের মোমবাতি ও আতশবাজি, বাজি কারখানায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু 7 জনের - বাজি কারখানায় আগুন

Fire in Firecrakers Godown: পুনের বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হল 7 জনের ৷ বেশ কিছুজনের আটকে থাকার আশঙ্কা ৷ এখনও পর্যন্ত 6 জন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 6:02 PM IST

Updated : Dec 8, 2023, 7:56 PM IST

পুনে, 8 ডিসেম্বর: বাজির গুদামে আগুন লেগে পুড়ে মৃত্যু হল 7 জনের ৷ আটকে পড়েছেন বেশ কিছু শ্রমিক ৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুনের তালওয়াড়ে ৷ লাইসেন্স ছাড়াই এই আতশবাজি গোডাউন শুরু হয়েছিল বলে জানা গিয়েছে । এখানে জন্মদিনের মোমবাতি ও আতশবাজি তৈরি হত বলে খবর ৷

বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাত থেকে আটটি অ্যাম্বুলেন্স ৷ এখনও পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও শ্রমিক ভিতরে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তাদের খোঁজ চলছে । কারখানায় আর কেউ আটকে আছে কি না তা খুঁজে বের করা হচ্ছে । এখনও পর্যন্ত 6 জন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে ৷

ঘটনায় আহতদের মধ্যে সাতজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন । কারখানাটি পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটের দেহুরোদ থানার অধীনে । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল ​​কমিশনার শেখর সিং জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে তালাওয়াদে অবস্থিত কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেড । কারখানাটি ঝকঝকে মোমবাতি তৈরি করে ৷ যা সাধারণত জন্মদিন উদযাপনের জন্য ব্যবহৃত হয় । আগুন নিভিয়ে ফেলা হয়েছে । তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ আহতদের পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Last Updated : Dec 8, 2023, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details