জয়পুর, 18 জুলাই: জয়পুরের জেকে লোন হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ৷ হাসপাতালের ও দমকল কর্মীদের তৎপরতার নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ওয়ার্ডে থাকা 30টি শিশুকে ৷ জানা গিয়েছে সোমবার রাতের আকস্মিক এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক তৈরি হয় হাসপাতালে ৷ শিশু বিভাগ ধোঁয়ায় ভরে যায় বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ৷ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি-তে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷
এই ঘটনায় জে কে লোন হাসপাতালের সুপারিনটেনডেন্ট চিকিৎসক কৈলাস মীনা বলেন, ‘‘জে কে লোন হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত শিশু বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে ৷ সোমবার গভীর রাতে হঠাৎ ওই ওয়ার্ডে আগুন লাগে ৷ আগুন ধীরে ধীরে তীব্র হতে শুরু করলে পুরো ওয়ার্ড ধোঁয়ায় ভরে যায় ৷ হাসপাতালের তরফে দ্রুত প্রশাসন ও দমকল বিভাগে খবর দেওয়া হয় ৷ ওয়ার্ডে থাকা শিশুদের বাঁচাতে জানালা খুলে ধোঁয়া বের করার চেষ্টা করেন স্বাস্থ্য কর্মীরা ৷’’ তিনি জানিয়েছেন, ওয়ার্ডে থ্যালাসেমিয়া ও ক্যান্সারে আক্রান্ত শিশুরা ভরতি ছিল ৷ তাদের নিরাপদে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷