পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্যস্ত সময়ে অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন - Barakhamba

Fire Broken out in Gopal Das building: দিল্লির ব্যস্ততম জনপদ বারাখাম্বা রোডের গোপাল দাস বিল্ডিংয়ে আগুন ৷ দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ৷

Etv Bharat
গোপাল দাস বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 2:24 PM IST

Updated : Dec 21, 2023, 3:17 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: দিল্লির বারাখাম্বা রোডের গোপাল দাস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকলের গাড়ি ৷ ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ-প্রশাসনও। বিল্ডিংয়ের 11 তলায় আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ের বাইরে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও ৷ ইতিমধ্যেই ভবনটি পুরো খালি করা হয়েছে ৷ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ৷

আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও স্থানীয়দের নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷ দমকল বাহিনী ছাড়াও আগুন নেভানোর কাজে হাত লাগাতে সাহায্য করেন স্থানীয়রাও ৷ বিল্ডিংটিতে একাধিক অফিস থাকার কারণে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন ৷ দমকল বিভাগের আধিকারিক অতুল গর্গ জানিয়েছেন, 12.56 মিনিট নাগাদ আগুন লাগার খবর তাঁরা পান ৷ দমকলের 15টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে ৷ আগুন 11 তলায় লাগায় তা নিয়ন্ত্রণে পেতে বেগ পেতে হয় বলে জানান তিনি ৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

আগুন নিয়ন্ত্রণে আনতে ব্রন্টো স্কাই লিফট, স্নেক ল্যাডার-সহ এখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণ করা হয় ৷ বিল্ডিংটির ভিতর থেকে কালো ধোঁয়া ক্রমশ নির্গত হচ্ছে ৷ চিফ ফায়ার অফিসার বীরেন্দ্র সিং জানিয়েছেন, ডিভিশনাল অফিসার রাজেন্দ্র অটওয়াল, এডিও রবীন্দ্র, ভূপেন্দ্র, এসটিও পারভীন-সহ 70 টিরও বেশি দমকল কর্মীর দল ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷

Last Updated : Dec 21, 2023, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details