হাসপাতালের নার্স হস্টেলে আগুন হায়দরাবাদ, 23 ডিসেম্বর: হায়দরাবাদের গুড়িমালকাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন ৷ শনিবার সন্ধ্যায় আগুন লেগে যায় হাসপাতালের 6 তলায় ৷ যদিও ঘটনার জেরে কেউ জখম হননি ৷ দমকলকর্মী ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে ৷ যার জেরে এই ঘটনায় কেউ জখম হননি ৷
ঘটনাটি ঘটেছে অঙ্কুরা নামক একটি বেসরকারি হাসপাতালে ৷ আগুন সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে ৷ হাসপাতালের কর্মীরাই চারজন মহিলা ও দু'জন বাচ্চাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন ৷ ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই কর্মীরা রোগীদের বাইরে নিয়ে আসার ব্যবস্থা করেন ৷ যার জেরে কারও কোনও ক্ষতি হয়নি ৷
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ এবং দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৷ চারটি দমকলের লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ জানা গিয়েছে ধীরে ধীরে এক তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন ৷ যদিও ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ তবে পুলিশের আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর ৷
হাসপাতালের ছ'তলাটি ছিল হাসপাতালের নার্সদের হস্টেল ৷ প্রায় 100 নার্স সেখানে থাকতেন ৷ অগ্নি কাণ্ডের কথা জানতে পেরে তাঁরা সকলেই দ্রুত বাইরে চলে আসেন ৷ তবে কেউ তাঁদের সার্টিফিকেট ও অন্যান্য জিনিসপত্র বাইরে আনতে পারেননি ৷ যার জেরে সবই ভস্মিভূত হয়ে গিয়েছে এই অগ্নি কাণ্ডে ৷ ঘটনার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷
আরও পড়ুুন:
- গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই, পিটিয়ে খুন করল গ্রামবাসীরা
- কলকাতায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধার হওয়া গাড়ি থেকে মিলল ইঙ্গিতপূর্ণ চিঠি
- অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা নিউটাউনে, হিডকোর কর্মীদের মারধরের অভিযোগ