জোরহাট (অসম), 17 ফেব্রুয়ারি: 2 মাসের মাথায় ফের বিধ্বংসী আগুন অসমের জোরহাটে ৷ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চকবাজারে বৃহস্পতিবার রাত সাড়ে 9টা নাগাদ আগুন লাগে (Fire Broke Out at Historic Chowk Bazaar in Jorhat) ৷ মুহূর্তের মধ্যে সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷ প্রাথমিকভাবে পুলিশে যে রিপোর্ট করা হয়েছে, তাতে বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের ৷ ঘটনায় আগুন আজ সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে ৷ দমকলের অংসখ্য ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে ৷
বৃহস্পতিবার রাতের এই বিধ্বংসী আগুনের ঘটনায় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের একাংশ ৷ তাঁদের অভিযোগ স্থানীয় কিছু দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছে ৷ তবে ঠিক কেন তাঁরা এই অভিযোগ করেছেন তা জানা যায়নি ৷ দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে ৷ ভয়াবহ এই আগুনের ঘটনায় জোরহাটের বিখ্যাত চকবাজারের প্রায় 530টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷