আহমেদাবাদ, 4 নভেম্বর : আহমেদাবাদের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 10 ৷ আজ দুপুরে গুজরাতের আহমেদাবাদের পিরানার কাছে একটি কাপড়ের গুদামে আগুন লেগে যায় ৷ ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷
আহমেদাবাদে কাপড়ের গোডাউনের আগুনে মৃত 10, টুইটে দুঃখপ্রকাশ মোদির - আহমেদাবাদ আগুন
আজ দুপুরে গুজরাতের আহমেদাবাদের পিরানার কাছে একটি কাপড়ের গুদামে আগুন লেগে যায় ৷
বুধবার দুপুরে পিরানা-পিপলাজ রোডের একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায় ৷ ওই বিল্ডিংয়ের মধ্যেই ছিল কাপড়ের গোডাউন ৷ আগুন লাগার পর বিস্ফোরণে ভেঙে পড়ে বিল্ডিংয়ের কিছু অংশ ৷ দমকল কর্মীরা 12 জন আহতকে উদ্ধার করে স্থানীয় LG হাসপাতালে ভরতি করেন ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ পরে হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয় ৷
ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেলে টুইট করে তিনি লেখেন, "আহমেদাবাদের গোডাউনে আগুন লেগে মৃত্যুর ঘটনায় আমি বেদনাহত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ আহতদের জন্য প্রার্থনা করছি ৷ ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করবে প্রশাসন ৷"