দেরাদুন, 13 মার্চ : নয়াদিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের বাতানকুল কামরায় আগুন ৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জন্যেই আগুন লেগেছে কামরায় ৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, কামরা থেকে সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে কাঁসরোর কাছে ৷ আগুন অবশ্য পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷
এই কাঁসরো স্টেশনটি রাজাজি জাতীয় উদ্যানের একেবারে ভিতরের দিকে পড়ে ৷ কাঁসরো স্টেশনের কাছে যখন বাতানুকুল সি 4 কামরায় আগুন লাগে, সঙ্গে সঙ্গে কামরাটিকে বাকি ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয় ৷