চণ্ডীগড়, 10 অক্টোবর:চণ্ডীগড় পিজিআই-এর নেহেরু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড । হাসপাতাল থেকে প্রায় 415 জন রোগীকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । মুহূর্তের মধ্যেই পিজিআই-এর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে । আগুনের জেরে নেহেরু হাসপাতালের সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যায় । এমনকী ইমার্জেন্সি ও আইসিইউতে ধোঁয়া পৌঁছে যায় ৷ ফলে রোগীদের সমস্যা হতে শুরু করে । আগুন লাগার ঘটনাটি ঘটে সোমবার রাত 12টা 22 মিনিটে ৷
প্রথমে পিজিআই-এর দমকলের গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবব দেওয়া হয় চণ্ডীগড়ের দমকল বিভাগে ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন দমকল বিভাগের আধাকিরারিকরা । এরপরই সেক্টর-17 সহ অন্যান্য দমকল বিভাগের গাড়িও ঘটনাস্থলে পৌঁছয় । অনেক চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে তারপরেও পিজিআই থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে । যার কারণে ওয়ার্ডের রোগীরা বিপাকে পড়ে যায় ।