পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire in Chandigarh Hospital: চণ্ডীগড় পিজিআইতে ভয়াবহ আগুন, উদ্ধার 415 রোগী - ভয়াবহ অগ্নিকাণ্ড

সোমবার রাতে চণ্ডীগড় পিজিআইতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনের জেরে ইমার্জেন্সি থেকে শুরু করে পিজিআই নেহেরু হাসপাতালের আইসিইউ পর্যন্ত সর্বত্র ধোঁয়া ছড়িয়ে পড়ে । এই দুর্ঘটনায় প্রায় 415 রোগীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । তবে ঘটনায় প্রাণহানির খবর নেই ৷

Chandigarh PGI Hospital
চণ্ডীগড় পিজিআইতে অগ্নিকাণ্ড

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 11:05 AM IST

চণ্ডীগড়, 10 অক্টোবর:চণ্ডীগড় পিজিআই-এর নেহেরু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড । হাসপাতাল থেকে প্রায় 415 জন রোগীকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । মুহূর্তের মধ্যেই পিজিআই-এর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে । আগুনের জেরে নেহেরু হাসপাতালের সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যায় । এমনকী ইমার্জেন্সি ও আইসিইউতে ধোঁয়া পৌঁছে যায় ৷ ফলে রোগীদের সমস্যা হতে শুরু করে । আগুন লাগার ঘটনাটি ঘটে সোমবার রাত 12টা 22 মিনিটে ৷

প্রথমে পিজিআই-এর দমকলের গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবব দেওয়া হয় চণ্ডীগড়ের দমকল বিভাগে ৷ তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন দমকল বিভাগের আধাকিরারিকরা । এরপরই সেক্টর-17 সহ অন্যান্য দমকল বিভাগের গাড়িও ঘটনাস্থলে পৌঁছয় । অনেক চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে তারপরেও পিজিআই থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে । যার কারণে ওয়ার্ডের রোগীরা বিপাকে পড়ে যায় ।

পরে সব রোগীকে নিরাপদে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে । ভেন্টিলেটরে থাকা রোগীরাও নিরাপদ রয়েছেন । তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । স্থানান্তরিতদের মধ্যে গর্ভবতী এবং শিশুরাও রয়েছে । গর্ভবতী ও সদ্য মায়েদের অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে । যেখানে আগুন লেগেছে সেখানে তিন মাস থেকে তিন বছর বয়সি শিশুরা ভরতি ছিল । আগুন লাগার কারণে রোগীর পরিবারেরা আতঙ্কিত হয়ে পড়ে । তবে সকলে সুস্থ রয়েছে ৷

আরও পড়ুন:বেঙ্গালুরুতে আতশবাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত 11

দমকলের প্রাথমিক অনুমান, কম্পিউটার রুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । আগুনের খবর পাওয়া মাত্রই আবাসিক শিক্ষক, হাসপাতাল প্রশাসন ও ইঞ্জিনিয়ররা তৎক্ষণাৎ তৎপর হন । সঙ্গে সঙ্গে সব রোগীকে বের করে আনা হয় । রোগীদের সরিয়ে নিতে ক্রেনের সাহায্যও নেওয়া হয়েছে । আগুনের কারণে কোনও প্রাণহানি ঘটেনি । তবে আগুনে হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details