নয়াদিল্লি, 21 জুন : দিল্লির উদ্যোগনগরে জুতো কারখানায় আগুন ৷ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের 39 টি ইঞ্জিন ৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ এখনও পর্যন্ত 6 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷
সোমবার সকালে পশ্চিম দিল্লির উদ্যোগনগরের একটি জুতো কারখানার গুদামে আগুন লাগে ৷ সকাল 8 টা 22 মিনিটে দমকলকে খবর দেওয়া হয় ৷ এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 24 টি ইঞ্জিন ৷ পরে, পরিস্থিতি সামলাতে আরও 15 টি ইঞ্জিন আনা হয় ৷ দুটি অ্যাম্বুলেন্সও আসে ঘটনাস্থলে ৷