বরোদা(গুজরাত), 24 সেপ্টেম্বর: শুক্রবার রাতে গুজরাতের বরোদার হলোল রোডের কাছে একটি অটোমোবাইল খুচরো যন্ত্রাংশের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নেভানোর জন্য 11টির মতো দমকল ঘটনাস্থলে আসে । এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, ওই কারখানায় আগুন নেভানোর জন্য 56 জনেরও বেশি দমকল কর্মী ও 11টি ইঞ্জিন আসে । কারখানায় প্রচুর পরিমাণ টু-হুইলারের যন্ত্রাংশ, টায়ার এবং তেল মজুত ছিল, যা অত্যন্ত দাহ্য । এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দমকল কর্মীরা গোটা জায়গাটি আগে থেকে ঘিরে দেন। জানা গিয়েছে শনিবার সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি । দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ করছেন (Fire breaks out at auto parts godown in Vadodara Gujarat) ।