অমৃতসর, 14 মে: শনিবার বিকেলে আচমকাই পঞ্জাবের অমৃতসরের গুরু নানক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Fire breaks out at Amritsar Hospital) ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে ৷
জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে চলে আসে ৷ লভপ্রীত সিং নামে এক দমকল আধিকারিক জানিয়েছেন, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা ৷ খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন এসে আগুন নেভায় ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িছে এখানে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ৷