পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি এইমসে আগুন-আতঙ্ক, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা - AIIMS Director Building

Fire broke out in AIIMS: দিল্লি এইমস হাসপাতালে আগুন লাগায় আতঙ্কিত হয় পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷ তবে দমকল কর্মীদের প্রচেষ্টায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে ৷

Etv Bharat
এইমস হাসপাতালে আগুন আতঙ্ক

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 12:31 PM IST

এইমস হাসপাতালে আগুন আতঙ্ক

নয়াদিল্লি, 4 জানুয়ারি: বৃহস্পতিবার সকালে এইমস হাসপাতােলে আগুন-আতঙ্ক। আগুন নিয়ন্ত্রণে আনতে আশেপাশের ফায়ার স্টেশন থেকে দমকলের 7টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে ৷ এইমসের টিচিং ব্লকের দ্বিতীয় তলায় আগুন লাগে বলে খবর ৷ দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে ৷ বড়সড় বিপদ থেকে রক্ষা পেল দেশের অন্যতম বড় হাসপাতাল ৷ তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র ৷

তদন্তে জানা যায়, করিডোরে রাখা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত ৷ এই ফ্রিজে সাধারণত রোগীদের রক্তের নমুনা, ওষুধ, টিউবের নমুনা সংরক্ষণ করে রাখা হয় ৷ দমকলকর্মীদের প্রচেষ্টায় হাসপাতালের অনান্য জিনিস আগুনের হাত থেকে রক্ষা পায় ৷ ফায়ার ডিরেক্টর অতুল গর্গ জানান, বৃহস্পতিবার ভোর 5টা 58 মিনিটে ফায়ার কন্ট্রোল রুমে আগুন লাগার খবর আসতেই, তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় ৷

অন্যদিকে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবার ৷ হাসপাতাল চত্বরে হুড়োহুড়ি পড়ে যায় ৷ রোগীদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয় ৷ চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

পাশাপাশি, হাসাপাতালে আগুন নিভিয়ে ফেরার পথে এইমসের কাছে শাহপুর জাট কলোনীর 235 গজের একটি ভবনে আগুন লাগার খবর পান দমকল কর্মীরা। সফদরজং স্টেশনের দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের মিটারে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনে ৷ মিটারে আগুনের কারণে ধোঁয়া বেরোতে শুরু করলে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ৷

ABOUT THE AUTHOR

...view details