পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি এইমসে আগুন , ভস্মীভূত করোনার নমুনা - দিল্লির এইমস(AIIMS) হাসপাতাল

বুধবার রাত সাড়ে দশটা নাগাদ দিল্লির এইমস(AIIMS)হাসপাতালের ন'তলায় আগুন লাগে বলে সূত্রের খবর ৷ দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷

fire at aiims in delhi was brought under control with the help of 20 engines
দিল্লির এইমসে ভয়াবহ আগুন 20টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে

By

Published : Jun 17, 2021, 4:23 AM IST

Updated : Jun 17, 2021, 8:41 AM IST

নয়াদিল্লি, 17 জুন : দিল্লির এইমস(AIIMS) হাসপাতালের কনভারজেন্স ব্লকের ন'তলায় আগুন ৷ দমকলের 20 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ৷ চিকিৎসা সামগ্রীর ক্ষতি হলেও হতাহতের খবর নেই ৷ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই আগুন লাগে কনভারজেন্স ব্লকের নয় তলায় ৷ খবর পেয়ে দমকলের 20টি ইঞ্জিন হাসাপাতালে এসে পৌঁছায় ৷

দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরি জানান,"রাত সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে জরুরি কল আসে ৷ যেখানে আগুন ছড়িয়ে পড়ে সেখানে কোভিডের নমুনা সংগ্রহ করে রাখা ছিল ৷ আগুন নেভানোর জন্যে 20টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণ এসেছে ৷ কেউ হতাহত হননি ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে রেফ্রিজারেটরে শর্ট শার্কিট হয়ে আগুন লেগেছে ৷ "

দিল্লি এইমসে আগুন , ভস্মীভূত করোনার নমুনা

আরও পড়ুন : এমআর বাঙুর হাসপাতালের কোভিড কেবিনে আগুন

উল্লেখ্য, এইমসের কনভারজেন্স ব্লকে বিভিন্ন ডায়াগনোস্টিক ল্যাব ও পরীক্ষা বিভাগ রয়েছে ৷ এ ছাড়াও এসইটি(স্কিলস, ই-লার্নিং, টেলিমেডিসিন) ফেসিলিটি ও অডিটোরিয়াম রয়েছে ওই ভবনে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

Last Updated : Jun 17, 2021, 8:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details