নয়াদিল্লি, 17 জুন : দিল্লির এইমস(AIIMS) হাসপাতালের কনভারজেন্স ব্লকের ন'তলায় আগুন ৷ দমকলের 20 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ৷ চিকিৎসা সামগ্রীর ক্ষতি হলেও হতাহতের খবর নেই ৷ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই আগুন লাগে কনভারজেন্স ব্লকের নয় তলায় ৷ খবর পেয়ে দমকলের 20টি ইঞ্জিন হাসাপাতালে এসে পৌঁছায় ৷
দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরি জানান,"রাত সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে জরুরি কল আসে ৷ যেখানে আগুন ছড়িয়ে পড়ে সেখানে কোভিডের নমুনা সংগ্রহ করে রাখা ছিল ৷ আগুন নেভানোর জন্যে 20টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণ এসেছে ৷ কেউ হতাহত হননি ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে রেফ্রিজারেটরে শর্ট শার্কিট হয়ে আগুন লেগেছে ৷ "