পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যোগিন্দারের নামে এফআইআর - Haryana

FIR registered against Former Cricketer Joginder Sharma: বাড়ি খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল পবনকে ৷ সেই চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হন তিনি ৷ এই ঘটনায় প্রাক্তন ক্রিকেটার তথা পুলিশ কর্তা যোগিন্দর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷

ETV Bharat
প্রাক্তন ক্রিকেটার যোগিন্দর শর্মার বিরুদ্ধে এফআইআর

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:19 AM IST

Updated : Jan 5, 2024, 11:28 AM IST

হিসার, 5 জানুয়ারি: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রাক্তন ক্রিকেটার তথা পুলিশ কর্তা যোগিন্দর শর্মার বিরুদ্ধে দায়ের এফআইআর। তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি ৷ জমিবিবাদ সংক্রান্ত মামলায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের। মৃতের নাম পবন ৷ হরিয়ানার হিসারের এই বাসিন্দাকে তাঁর বাড়ি খালি করতে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি 1 জানুয়ারি আত্মঘাতী হন ৷ মৃত ব্যক্তির মা সুনীতা দেবী 2 জানুয়ারি 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ তার অন্যতম যোগিন্দর ৷

ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার 2007 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে দারুণ খেলেছিলেন ৷ দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই ম্যাচের শেষ ওভারটি খুব গুরুত্বপূর্ণ ছিল ৷ সেখানে তাঁর দারুণ বোলিং যথেষ্ট প্রশংসিত হয়েছে ৷ বলা যেতে পারে তাঁর কাছেই আটকে যায় পাকিস্তান। শেষ ওভারে ম্যাচ জিতে টি-20 বিশ্বকাপ জেতে ভারত। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হয়।

পবনের মা সুনীতা দেবীর অভিযোগ, হিসারের আদালতে একটি জমি বিবাদ সংক্রান্ত মামলা চলছে ৷ তার নিষ্পত্তি হয়নি ৷ এর মধ্যে অজয়বীর নামে এক ব্যক্তি ও তাঁর ছেলে অর্জুন, পবনকে বাড়ি খালি করার হুমকি দিয়েছিলেন ৷ এই চাপের মধ্যেই 27 বছর বয়সি পবন বাধ্য হয়ে চরম পথ বেছে নেন ৷ বুধবার মৃতদেহের ময়নাতদন্ত হয় ৷ তবে পরিবার পবনের দেহ নিতে অস্বীকার করে ৷ পবনের পরিবার তফশিলি জাতি ও উপজাতি আইনের ধারায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবি তোলে ৷

জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় প্রাক্তন ক্রিকেটার তথা পুলিশের শীর্ষ কর্তা যোগিন্দর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ এছাড়া অন্য পাঁচ অভিযুক্ত অজয়বীর, ঈশ্বর ঝাঝরিয়া, প্রেম খাটি, অর্জুন এবং রাজেন্দ্রর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগ, গত কয়েক বছর ধরেই পবনের পরিবার হয়রানির শিকার হচ্ছিল ৷ সুনীতা জানান, এর আগে 2020 সালের 6 অক্টোবর তিনি যোগিন্দর ছাড়া বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আজাদ নগর থানায় এফআইআর দায়ের করেছিলেন ৷ তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

আরও পড়ুন:

  1. শ্বশুরবাড়িতে ঘুরতে এসে খুন হলেন জামাই ! পোল্ট্রি ফার্মে আগুন উত্তেজিত জনতার
  2. পাহাড়ে নিয়ে গিয়ে মুখে অ্যাসিড ঢেলে খুন রিয়েল এস্টেট ব্যবসায়ীকে, পুলিশের জালে তান্ত্রিক
  3. ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন
Last Updated : Jan 5, 2024, 11:28 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details