পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 23, 2023, 9:27 AM IST

ETV Bharat / bharat

Indian Youth Congress: যুব কংগ্রেসের সভাপতির নামে এফআইআর প্রাক্তন নেত্রীর, কর্ণাটক যাচ্ছে অসম পুলিশ

অসম যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ডাঃ অঙ্কিতা দত্তের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অসম পুলিশ কর্ণাটক রওনা দিয়েছে ৷ গ্রেফতার হতে পারেন যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি ৷

Etv Bharat
অঙ্কিতা দত্ত ও শ্রীনিবাস বিভি

গুয়াহাটি (অসম), 23 এপ্রিল:যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভির সংকট আরও বাড়ল সম্প্রতি শ্রীনিবাসের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন অসম যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ডাঃ অঙ্কিতা দত্ত । সেই অভিযোগের ভিত্তিতে শনিবার অসম পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷ অসম যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি গত 6 মাস ধরে শ্রীনিবাস বিভির বিরুদ্ধে করার অভিযোগ করেছেন ৷ এবার তা নিয়ে মামলা দায়ের করল পুলিশ।

অসম পুলিশ তথ্য প্রযুক্তি আইনের 509, 294, 341, 352, 354, 354A (4) ও 506 আইপিসির আর ডবল্লিউ ধারা 67-এর অধীনে দিসপুর থানায় একটি মামলা দায়ের করেছে ৷ অন্যদিকে, শনিবার অসম পুলিশের একটি দল মামলার তদন্তের জন্য কর্ণাটক রওনা হয়েছে বলে খবর ৷ এই মামলায় শ্রীনিবাস বিভিকে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে ৷ অসম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদসংস্থা এএনআইকে ফোনে জানান, 4-5 সদস্যের একটি পুলিশ দল কর্ণাটকের উদ্দেশ্য রওনা হয়েছে ৷

অন্যদিকে, অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি) দলবিরোধী কার্যকলাপের জন্য শনিবার অঙ্কিতা দত্তকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে ৷ যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি ও তাঁর সেক্রেটারি ইনচার্জ বর্ধন যাদবের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পরই অঙ্কিতার উপর এই আদেশ জারি করা হয় দলের তরফে ৷ সভাপতি ও তাঁর সেক্রেটারি ইনচার্জের বিরুদ্ধে গত 6 মাস ধরে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছেন নেত্রী৷

তবে পুলিশ মামলা শুরু করায় শ্রীনিবাসের সংকট বাড়ল বলেই মনে করা হচ্ছে। কর্ণাটকে আর অল্প কিছু দিনের মধ্যেই বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে দলের জাতীয় যুব সভাপতি যদি গ্রেফতার হন তা কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হবে বলে মনে করে রাজনৈতিক মহল। অন্যদিকে দলেরই নেত্রীর অভিযোগে শ্রীনিবাসের গ্রেফতারি বিজেপিকেও যে নতুন রাজনৈতিক অস্ত্র দেবে তা বলার অপেক্ষা রাখে না । এমতাবস্থায় শ্রীনিবাস কী পদক্ষেপ করেন সেটাই দেখার ।

আরও পড়ুন : মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং

ABOUT THE AUTHOR

...view details