নয়াদিল্লি, 20 ডিসেম্বর: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করার অভিযোগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হল ৷ মঙ্গলবার সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে ব্যঙ্গ করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ৷ তাঁর এই মিমিক্রি এতটাই জনপ্রিয় হয় যে, কংগ্রেসের রাহুল গান্ধি-সহ বিরোধী সাংসদরা সেখানে ভিড় জমান ৷
এর আগের দিনই 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ তৃণমূল সাংসদ তাঁদের মধ্যে অন্যতম ৷ এবার এই ঘটনায় লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দলের সংসদীয় কমিটি এর উত্তর দেবে ৷"
এই আচরণের সমালোচনায় সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "সংসদ চত্বরে যেভাবে দেশের সম্মানীয় উপরাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, তাতে আমি হতাশ বোধ করছি ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে ৷ তবে তাঁদের সেই মতামত প্রকাশে সম্ভ্রম থাকা উচিত ৷ সেটাই চিরাচরিত সাংবিধানিক রীতি ৷ আমরা এর জন্য গর্বিত ৷ ভারতের নাগরিক এটাই আশা করে ৷"
মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ফোন করে এই মিমিক্রির জন্য অনুতাপ করেন ৷ উপরাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ৷ গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ মিলে ঘৃণ্য নাটক করেছেন ৷ তাও আবার পবিত্র সংসদ চত্বরে ৷ প্রধানমন্ত্রী এই ঘটনায় ব্যথিত হয়েছে ৷"