পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করায় কল্যাণের বিরুদ্ধে এফআইআর, সমালোচনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

TMC leader mimicry row: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করেছিলেন তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবারই এই ঘটনায় দিল্লির দু'টি থানায় লিখিত অভিযোগ জমা পড়ে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই আচরণের সমালোচনা করেছেন ৷ উপরাষ্ট্রপতিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
সংসদ চত্বরে জগদীপ ধনকড়কে ব্যঙ্গ

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 12:48 PM IST

Updated : Dec 20, 2023, 1:02 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করার অভিযোগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হল ৷ মঙ্গলবার সংসদ চত্বরে রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়কে ব্যঙ্গ করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ৷ তাঁর এই মিমিক্রি এতটাই জনপ্রিয় হয় যে, কংগ্রেসের রাহুল গান্ধি-সহ বিরোধী সাংসদরা সেখানে ভিড় জমান ৷

এর আগের দিনই 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ তৃণমূল সাংসদ তাঁদের মধ্যে অন্যতম ৷ এবার এই ঘটনায় লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দলের সংসদীয় কমিটি এর উত্তর দেবে ৷"

এই আচরণের সমালোচনায় সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "সংসদ চত্বরে যেভাবে দেশের সম্মানীয় উপরাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, তাতে আমি হতাশ বোধ করছি ৷ একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে ৷ তবে তাঁদের সেই মতামত প্রকাশে সম্ভ্রম থাকা উচিত ৷ সেটাই চিরাচরিত সাংবিধানিক রীতি ৷ আমরা এর জন্য গর্বিত ৷ ভারতের নাগরিক এটাই আশা করে ৷"

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ফোন করে এই মিমিক্রির জন্য অনুতাপ করেন ৷ উপরাষ্ট্রপতির সচিবালয় থেকে জানানো হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ৷ গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ মিলে ঘৃণ্য নাটক করেছেন ৷ তাও আবার পবিত্র সংসদ চত্বরে ৷ প্রধানমন্ত্রী এই ঘটনায় ব্যথিত হয়েছে ৷"

সোশাল মিডিয়ায় জগদীপ ধনকড় লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমায় ফোন করেছিলেন ৷ তিনি আমায় বলেন, তিনিও বিগত 20 বছর ধরে এই ধরনের অপমান সহ্য করে চলেছেন ৷ তবে উপরাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদ এবং তা সংসদের সঙ্গে জড়িত ৷ একে খুব দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আমি প্রধানমন্ত্রীকে বললাম, কয়েকজন মানুষের অদ্ভুত কাজকর্ম আমায় নিজের কর্তব্য পালন থেকে আটকাতে পারবে না ৷ আমি আমাদের সংবিধানের নিয়মকানুনকে শ্রদ্ধা করি ৷ সাংবিধানিক মূল্যবোধের প্রতি আমি দায়বদ্ধ ৷ এই ধরনের অপমান আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না ৷"

এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কাউকে আঘাত করার কোনও ইচ্ছাই আমার নেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই লোকসভায় 2014-19 সালের মধ্যে এই ব্যঙ্গ করে দেখিয়েছিলেন ৷" এই ঘটনায় দিল্লির দু'টি আলাদা আলাদা থানায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷

একটি দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনি থানা এবং দ্বিতীয়টি নতুন পার্লামেন্ট স্ট্রিট থানায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই কয়েকজন আইনজীবী ডিফেন্স কলোনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তবে দক্ষিণ দিল্লির ডিসিপি এই অভিযোগ নিয়ে সরকারিভাবে কিছু বলেননি ৷

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
  2. একশো দিনের বকেয়া নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মমতা
Last Updated : Dec 20, 2023, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details