আইজল, 31 জুলাই : অসমের সীমান্তে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর ৷ মিজোরামের একটি ছাত্রসংগঠন মিজো জিরলাই পাওল এই এফআইআর দায়ের করেছে ৷ মিজোরামের ভাইরেঙ্গত পুলিশ স্টেশনে এই এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি আরও 6 জনের নাম আছে এফআইআরের তালিকায় ৷
এছাড়া প্রায় 200 জন অসমের অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী সহ সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা) ও 120বি (অপরাধের ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে ৷