বিহার, 24 মার্চ : বিহার স্পেশাল আর্মড পুলিশ বিল 2021 এর বিরোধিতায় বিধানসভায় বিক্ষোভ দেখানোয় তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব সহ আরজেডি-র একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর করল সরকার ৷ মঙ্গলবার বিহার স্পেশাল আর্মড পুলিশ বিলের বিরোধিতায় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তেজস্বী যাদবরা ৷
প্রসঙ্গত, এর আগে বিহার বিধানসভায় বিরোধীরা নয়া এই পুলিশ বিলের বিরোধিতায় আগ্রাসী ভূমিকা নেয় ৷ বিলটি আটকাতে বিধানসভার পরিবেশ রীতিমত অশান্ত করে তোলে আরজেডি বিধায়করা ৷ অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তেজস্বী যাদবরা ৷ যাতে অধ্যক্ষকে বিধানসভা কক্ষে যাওয়া থেকে আটকানো যায় ৷ বিরোধী বিধায়কদরে অভিযোগ, এই বিলে পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেফতারির ছাড়পত্র এবং পুলিশি হেফাজতে মৃত্যুতে দায়মুক্ত করার কথা বলা হয়েছে ৷ পুলিশকে এমন অবাধ স্বাধীনতা সংবিধানের মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে বিরোধী শিবির ৷ আর তারই প্রতিবাদে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বিহার বিধানসভা ৷ যাকে কেন্দ্র করে একাধিকবার অধিবেশন মুলতবি করে দেওয়া হয় ৷