থানে, 5 জানুয়ারি: শ্মশানে বিড়ালের শেষকৃত্য করার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের ৷ তাঁদের মধ্যে একজন মহিলা ৷ বাড়ির পোষ্য কুকুর, বিড়াল, পাখিরা পরিবারের সঙ্গে থাকতে থাকতে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে ৷ তাদের মৃত্যুর পর সাধারণত কবর দেওয়ার রীতিই প্রচলিত ৷ কিন্তু বিড়ালের মৃত্যুর পর তার দেহ সৎকারের ঘটনা বিরল ৷
যে শ্মশানে মানুষের দেহ পুড়ে ছাই হয়, সেখানে বিড়ালের সৎকার নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। এমন আজব ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ মীরা ভায়ান্ডার পৌরনিগমের অধীনে একটি শ্মশানে একটি বিড়ালের শেষকৃত্য করা হয় ৷ ঘটনায় পৌরনিগমের তরফে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে বুধবার এক মহিলা-সহ 6 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ ঘটনাটি ঘটে 22 ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ৷ ভায়ান্ডার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জন ব্যক্তি এসে একটি বিড়ালের শেষকৃত্য সম্পন্ন করে ৷ ঘটনায় জড়িত সন্দেহে মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷