পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 26, 2021, 4:11 PM IST

ETV Bharat / bharat

Ind vs Pak: পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস! কাশ্মীরে একঝাঁক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর

রবিবার দুবাইয়ে ভারতকে 10 উইকেটে পরাজিত করে পাকিস্তান । বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে কার্যত ‘অভিশাপ’ কাটিয়ে ওঠে তারা ৷ তার পর থেকে নেটমাধ্যমে দু’তরফের অনুরাগীরাই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

fir-against-kashmir-medical-students-for-celebrating-pakistans-victory-against-india-in-t20-wc
কাশ্মীরে একঝাঁক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর

শ্রীনগর, 26 অক্টোবর: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের রেশ এবার পৌঁছল থানায় । ধুমধাম করে পাকিস্তানের জয় পালন করার অভিযোগে একঝাঁক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হল কাশ্মীরে । রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেট দল ভারতকে হারানোর পর ওই কাশ্মীরি পড়ুয়ারা উচ্ছ্বাস দেখান বলে অভিযোগ ।

ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ঢের আগেই কূটনীতি এবং রাজনীতির অলিন্দে ঢুকে পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ । রবিবার দুবাইয়ে ভারতের হারের পর থেকে তা নিয়ে তরজা চরমে উঠেছে নেটমাধ্যমে । সেই পরিস্থিতিতে কাশ্মীরের ভিডিয়ো বলে দাবি করে একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ।

আরও পড়ুন:Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে হিমবাহ থেকে আরও 5 বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার, নিখোঁজ গাইড

ইটিভি ভারত যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি । তবে ভারত-পাকিস্তান ম্যাচের পর পড়শি দেশের হয়ে কাশ্মীরি পড়ুয়ারা গলা ফাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকেই । পাকিস্তানের জয়ে কলেজের ভিতর পড়ুয়াদের উচ্ছ্বাস, রাস্তায় বাজি ফাটিয়ে পাকিস্তানের জয় পালন চলছে বলে একাধিক ভিডিয়ো উঠে এসেছেন নেটমাধ্যমে । ভিডিয়োয় ভারত বিরোধী স্লোগান দেওয়ারও অভিযোগ উঠেছে কাশ্মীরি পড়ুয়াদের বিরুদ্ধে ।

সেই নিয়ে বিতর্কের মধ্যে মঙ্গলবার উপত্যকার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (জিএমসি) এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এসকেআইএমএস)-এর একঝাঁক পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বলে জানিয়েছেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ-কাশ্মীর (আইজিপি) বিজয় কুমার ।

আরও পড়ুন:Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দ্রুত রেকর্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

রবিবার দুবাইয়ে ভারতকে 10 উইকেটে পরাজিত করে পাকিস্তান । বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে কার্যত ‘অভিশাপ’ কাটিয়ে ওঠে তারা ৷ তার পর থেকে নেটমাধ্যমে দু’তরফের অনুরাগীরাই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

এই তালিকায় রয়েছেন রাজনীতিকরাও ৷ পাকিস্তানের জয়ে কাশ্মীরি পড়ুয়াদের উচ্ছ্বাস দেখানো নিয়ে আপত্তি তোলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কাশ্মীর সফরে, সেই সময় উপত্যকায় এমন ঘটনা ঘটল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও এ নিয়ে সরব হন টুইটারে ৷

আরও পড়ুন:Gariahat Double Murder : ক্রাইম থ্রিলার দেখে ট্রেনিং, এখনও পলাতক অভিযুক্ত ভিকি হালদার

আবার দল হারার পর ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও তীব্র আক্রমণের মুখে পড়তে হয় ৷ তাতে শামির পাশে দাঁড়ান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এ নিয়ে ভারতীয় দলকে একহাত নেন ৷ বিরাট কোহলি থেকে দলের অন্য সদস্যরা কেন শামির পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন না, প্রশ্ন তোলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details