শ্রীনগর, 26 অক্টোবর: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের রেশ এবার পৌঁছল থানায় । ধুমধাম করে পাকিস্তানের জয় পালন করার অভিযোগে একঝাঁক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হল কাশ্মীরে । রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেট দল ভারতকে হারানোর পর ওই কাশ্মীরি পড়ুয়ারা উচ্ছ্বাস দেখান বলে অভিযোগ ।
ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ঢের আগেই কূটনীতি এবং রাজনীতির অলিন্দে ঢুকে পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ । রবিবার দুবাইয়ে ভারতের হারের পর থেকে তা নিয়ে তরজা চরমে উঠেছে নেটমাধ্যমে । সেই পরিস্থিতিতে কাশ্মীরের ভিডিয়ো বলে দাবি করে একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ।
আরও পড়ুন:Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে হিমবাহ থেকে আরও 5 বাঙালি অভিযাত্রীর দেহ উদ্ধার, নিখোঁজ গাইড
ইটিভি ভারত যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি । তবে ভারত-পাকিস্তান ম্যাচের পর পড়শি দেশের হয়ে কাশ্মীরি পড়ুয়ারা গলা ফাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকেই । পাকিস্তানের জয়ে কলেজের ভিতর পড়ুয়াদের উচ্ছ্বাস, রাস্তায় বাজি ফাটিয়ে পাকিস্তানের জয় পালন চলছে বলে একাধিক ভিডিয়ো উঠে এসেছেন নেটমাধ্যমে । ভিডিয়োয় ভারত বিরোধী স্লোগান দেওয়ারও অভিযোগ উঠেছে কাশ্মীরি পড়ুয়াদের বিরুদ্ধে ।
সেই নিয়ে বিতর্কের মধ্যে মঙ্গলবার উপত্যকার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (জিএমসি) এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এসকেআইএমএস)-এর একঝাঁক পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বলে জানিয়েছেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ-কাশ্মীর (আইজিপি) বিজয় কুমার ।