নয়াদিল্লি, 21 নভেম্বর : ফের একবার বিপাকে পড়লেন বলিউডের বিতর্কিত ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন দিল্লি শিখ গুরুদ্বার পরিচালন কমিটির (Delhi Sikh Gurdwara Management Committee) সভাপতি মনজিন্দর সিং সির্সা (Manjinder Singh Sirsa) ৷ অভিযোগটি দায়ের হয় শনিবার ৷ সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক এবং অবমাননাকর পোস্ট করার জন্যই এই পদক্ষেপ করেছেন মনজিন্দর ৷ একইসঙ্গে কঙ্গনাকে দেওয়া পদ্মশ্রী সম্মানও (Padma Shri) কেড়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি ৷
আরও পড়ুন :Kangana Ranaut : বিতর্ক বাড়িয়ে এবার মহাত্মা গান্ধিকে নিশানা কঙ্গনার
এই প্রসঙ্গে মনজিন্দর বলেন, ‘‘কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করা নিয়ে কঙ্গনা যে ধরনের মন্তব্য করেছেন, যেভাবে তিনি আন্দোলনরত কৃষকদের সঙ্গে খালিস্তানি জঙ্গিদের তুলনা করেছেন, তা অনভিপ্রেত ৷’’ ইনস্টাগ্রামে কঙ্গনা যে ধরনের বিদ্বেষমূলক পোস্ট করেছেন, তার জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন মনজিন্দর ৷ এই বিষয়ে কেন্দ্র যাতে দ্রুত পদক্ষেপ করে, সেই দাবি তুলেছেন তিনি ৷ মনজিন্দর মনে করেন, কঙ্গনার সরকারি নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত ৷ কেড়ে নেওয়া উচিত তাঁর পদ্মশ্রী ৷ কঙ্গনা প্রসঙ্গে মনজিন্দর বলেন, ‘‘ওঁকে হয় মানসিক হাসপাতালে দেওয়া উচিত অথবা কারাগারে বন্দি করে রাখা উচিত ৷’’