আরা (বিহার), 5 সেপ্টেম্বর : ট্রেনে অর্ধনগ্ন হয়ে ঘোরাঘুরি করে বিপাকে পড়তে হল বিহারের জেডিইউ (JDU) বিধায়ক গোপাল মণ্ডলকে (Gopal Mandal) ৷ বিহারের ভোজপুরের (Bhojpur) বিধায়ক গোপালের বিরুদ্ধে আরা জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সদ্য ইন্টারনেটে ভাইরাল হয় গোপালের একটি ছবি ও ভিডিয়ো ৷ তাতে দেখা যায়, দূরপাল্লার ট্রেনে কার্যত বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তিনি ৷ সূত্রের খবর, ঘটনাটি ঘটে তেজস রাজধানী এক্সপ্রেসে (Tejas Rajdhani Express) ৷ ট্রেনে রাজেন্দ্রনগর থেকে দিল্লি যাচ্ছিলেন গোপাল ৷ সেই ট্রেনেই অন্তর্বাস পরে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে ৷ এমনকী, এক যাত্রী এর প্রতিবাদ করায় তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করেন বিধায়ক ৷ এই ঘটনার প্রেক্ষিতেই রেলের পুলিশ সুপার বিকাশ বর্মনের (Vikas Burman) কাছে ই-মেল মারফত এক জিরো এফআইআর পাঠানো হয় ৷ এরপরই আরা জিআরপি থানায় গোপাল মণ্ডল, কুণাল সিং, দিলীপ কুমার এবং বিজয় মণ্ডলের নামে এফআইআর দায়ের করা হয় ৷
আরও পড়ুন :FIR against Uddhav: মুখ্যমন্ত্রী উদ্ধব, স্ত্রী রেশমি আর যুব সেনা প্রধানের বিরুদ্ধে এফআইআর
ঘটনার দিন গোপাল মণ্ডলের সঙ্গে একই কামরায় ছিলেন প্রহ্লাদ পাসওয়ান (Prahlad Paswan) নামে এক ব্যক্তি ৷ তিনি জেহানাবাদের (Jehanabad) বাসিন্দা ৷ পরিবারের সদস্যদের সঙ্গে দিল্লি যাচ্ছিলেন তিনি ৷ বিধায়কের এমন কাণ্ড দেখে প্রতিবাদ করেন প্রহ্লাদ ৷ গোপাল মণ্ডলকে মহিলা সহযাত্রীদের সামনে অন্তর্বাস পরে ঘোরাঘুরি করতে বারণ করেন তিনি ৷ অভিযোগ, তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই জনপ্রতিনিধি ৷ সকলের সামনে প্রহ্লাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি ৷ এই নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় ৷
আরও পড়ুন :Salman-Akshay-Ajay : সলমন-অক্ষয়-অজয়-সহ 39 তারকার বিরুদ্ধে এফআইআর, কেন?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে ট্রেনের ভিতরের পরিবেশ ৷ শেষমেশ অশান্তি থামাতে আরপিএফকে এগিয়ে আসতে হয় ৷ এদিকে, সেই ঘটনার ছবি কোনওভাবে পৌঁছে যায় সংবাদমাধ্যমের হাতে ৷ ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও ৷ বেগতিক বুঝে ঢোঁক গিলতে হয় গোপাল মণ্ডলকে ৷ তাঁর সাফাই ছিল, ‘‘ট্রেনে ওঠার পর থেকেই আমার পেটের গোলমাল শুরু হয় ৷ আমাকে বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল ৷ তাই আমি অন্তর্বাস পরে ছিলাম ৷ আমি মিথ্যে কথা বলছি না ৷’’