পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FIR Against Chandrababu Naidu: চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে জোড়া এফআইআর - টি়ডিপি

FIR Against TDP Chief Chandrababu Naidu: হিংসায় উস্কানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ যেখানে খুনে চেষ্টার মামলাও করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ তাম্বলাপাল্লে কেন্দ্রে সাম্প্রতিককালে হওয়া সংঘর্ষের ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷

FIR Against Chandrababu Naidu ETV BHARAT
FIR Against Chandrababu Naidu

By

Published : Aug 9, 2023, 6:55 PM IST

অন্ধ্রপ্রদেশ, 9 অগস্ট: চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করল অন্ধ্রপ্রদেশ পুলিশ ৷ ওয়াইএসআর কংগ্রেসের নেতা উমাপতি রেড্ডির অভিযোগের ভিত্তিতে মুদিভিদু থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ মূলত, তাম্বলাপাল্লে কেন্দ্রে সাম্প্রতিক সময়ে হওয়া সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলাটি দায়ের করা হয়েছে ৷ চন্দ্রবাবু নাইডু-সহ 20 জনেরও বেশি তেলেগু দেশম পার্টির নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, মামলায় এ1 হিসেবে চন্দ্রবাবু নাইডু, এ2 হিসেবে দেবেনেনি উমা, এ3 অমরনাথ রেড্ডি, এ4 এমএলসি রঙ্গোপাল রেড্ডি এবং নাল্লারি কিশোর কুমার রেড্ডির নাম উল্লেখ করা হয়েছে ৷ এই 5 জন শীর্ষ নেতাকে প্রধান অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে ৷ পাশাপাশি, দমমালাপতি রমেশ, রেড্ডেপ্পাগারি শ্রীনিবাস রেড্ডি, গন্তা নরহরি, শ্রীরাম চিনাবাবু, পুলাবর্তি নানি-সহ বাকিদের নাম হিংসা এবং সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগে এফআইআরে রাখা হয়েছে ৷

উমাপতি রেড্ডি তাঁর অভিযোগে জানিয়েছেন, তেলেগু দেশম পার্টির নেতাদের কথাতেই প্রাণঘাতি অস্ত্র নিয়ে হামলাকারীরা তাম্বলাপাল্লেতে জমায়েত করেছিল ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র, লোহার রড, ইট এবং লাঠি ছিল ৷ সশস্ত্র এই হামলায় তেলেগু দেশম পার্টির শীর্ষনেতাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া অভিযোগ করেছেন ওয়াইএসআর কংগ্রেস নেতা ৷ এফআইআরে দায়ের হওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র দেখিয়ে সেখানকার সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে ৷

আরও পড়ুন:চন্দ্রবাবুর সভাস্থলে মৃতদের প্রত্যেকের পরিবারকে 32 লক্ষের ক্ষতিপূরণ ঘোষণা

তেলেগু দেশম পার্টির সভাপতি চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে আনামাইয়া জেলার মুলাকাচেরুভু থানাতেও একটি মামলা দায়ের করেছে ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্ব ৷ তবে, সেখানে সংঘর্ষের ঘটনায় চন্দ্রবাবুর নাম এ7 হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ ওয়াইএসআর কংগ্রেসের নেতার চন্দা বাশারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দাখিল হয়েছে ৷ অভিযোগ চন্দ্রবাবু নাইডু একটি জনসভা থেকে উস্কানিমূলক ভাষণ দিয়ে অশান্তিতে ইন্ধন জুগিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details