কলকাতা, 14 ডিসেম্বর:তৃতীয়বার ক্ষমতায় আসার পরই গত 30 জুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাসাড়ম্বরে ঘোষণা করেছিলেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের (students credit card problem)। সর্বস্তরের শিক্ষার জন্য যাতে ছাত্রছাত্রীরা ঋণ পায় তার জন্যই এই প্রকল্প । কিন্তু দেখা যাচ্ছে, এই প্রকল্পে আবেদনের সংখ্যা প্রচুর হলেও, সেই আবেদনের খুব কম শতাংশের ঋণ মঞ্জুর করেছে সরকারি বা বেসরকারি ব্যাঙ্কগুলি ।
ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনের একটা বড় অংশের নাকচ হওয়ার কারণ আবেদনের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি । বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আবেদনের সঙ্গে যে সমস্ত নথি দেওয়া দরকার সেই নথি জমা পড়েনি । তাই বহু ক্ষেত্রেই এই আবেদন নাকচ হয়ে গিয়েছে । আবেদনের এই পদ্ধতিগত ত্রুটি এড়ানোর জন্য রাজ্য সরকারকে একটি দাওয়াই বাতলেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India), স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (State Level Bankers' Committee) রাজ্যের সদস্য ব্যাঙ্কগুলি । আরবিআই-এর উপদেশ হল, রাজ্য শিক্ষা দফতর যেন অবিলম্বে আর্থিক সাক্ষরতা (Financial literacy) বিষয়টি বিদ্যালয় পাঠ্যক্রমের অন্তর্গত করে । RBI এবং SLBC, West Bengal-এর সদস্য ব্যাঙ্কগুলির বক্তব্য হল যে, আর্থিক সাক্ষরতা বিষয়টি বিদ্যালয় পাঠ্যক্রমের অন্তর্গত হলে স্কুলছাত্ররা কম বয়স থেকেই আর্থিক লেনদেনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অবগত থাকবে এবংভবিষ্যতে যখন তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের অন্তর্গত ঋণের জন্য আবেদন করবে, তখন বহু ক্ষেত্রে এই আবেদনের পদ্ধতিগত ত্রুটিগুলি এড়াতে পারবে ।
সম্প্রতি SLBC, West Bengal-এর এই সভায় রাজ্য সরকারকে এই পরামর্শ দেন তাদের জেনারেল ম্যানেজার এসজি সাহা । তাঁর দেওয়া এই পরামর্শকে সমর্থন করেন আরবিআই-এর আঞ্চলিক অধিকর্তা সুশোভন সিনহা । সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈন । তিনি সভাকে আশ্বস্ত করে জানান, এই পরামর্শকে বাস্তবায়িত করার জন্য তিনি অবশ্যই তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন ।