নয়াদিল্লি, 31 জানুয়ারি : বাজেট অধিবেশনের প্রথমদিন 2021-22 অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman Tables Economic Survey 2021-22) ৷ আজ লোকসভায় বাজেট অধিবেশনের শুরুতেই সমীক্ষা রিপোর্ট এবং সেটির পরিসংখ্যানগত তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী ৷
লোকসভায় পেশ করার পর রাজ্যসভাতেও 2021-22 অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্টটি পেশ করা হয় ৷ বেলা 2টো 30 মিনিটে রাজ্যসভার অধিবেশন শুরু হলে সেটি পেশ করেন অর্থমন্ত্রী ৷ এদিন সংসদের সেন্ট্রাল ভবনে দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে 2022’র বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ আগামিকাল সকাল 11টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী (Budget Session 2022) ৷ গতবারের মতো এ বারও ডিজিটাল বাজেট পেশ করবেন তিনি ৷