পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Boney Kapoor Credit Card Fraudulent : ক্রেডিট কার্ড থেকে হাওয়া প্রায় 4 লক্ষ ! সাইবার ক্রাইমের ফাঁদে বনি কাপুর - বনি কাপুর

মুম্বই ফিল্ম দুনিয়ার তাবড় পরিচালক-প্রযোজক বনি কাপুরও কি সাইবার অপরাধীদের নজরে ? সম্প্রতি তাঁর ক্রেডিট কার্ড থেকে কেউ বা কারা লক্ষাধিক টাকা নিয়ে নিয়েছে ৷ কী ভাবে ? তা এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত চলছে (Boney Kapoor Credit Card Fraudulent) ৷

Bollywood Producer Boney Kapoor losses money
বনি কাপুরের ক্রেডিট কার্ড বিপত্তি

By

Published : May 29, 2022, 8:11 AM IST

মুম্বই, 29 মে :রহস্যজনক ভাবেক্রেডিট কার্ড থেকে উধাও প্রায় 4 লক্ষ টাকা ! আর তার মালিক স্বয়ং বলির বনি ৷ হ্যাঁ, বলিউডের পরিচালক-প্রযোজক বনি কাপুর এই অভিযোগ জানিয়েছেন ৷ 9 ফেব্রুয়ারি তাঁর অ্যাকাউন্ট থেকে 3.82 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে সরানো হয়েছে ৷ মনে করা হচ্ছে, সাইবার অপরাধীরাই এই টাকা চুরি করেছে (Film producer Boney Kapoor losses nearly 4 lakhs from his credit card) ৷

বুধবার আম্বোলি থানায় 'ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট'-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষের কাছাকাছি টাকা খোয়া গিয়েছে জানতে পেরে বনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে খোঁজ নেন ৷ তারপর পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : Cyber Fraud Cheats Raju Bista : সাইবার অপরাধীদের ফাঁদে পা, বিজেপি সাংসদ খোয়ালেন 10 লক্ষ টাকা !

এত টাকা বনির ক্রেডিট কার্ড থেকে কে বা কারা তুলে নিল ? এ প্রসঙ্গে নির্দিষ্ট কারও নাম এখনও জানা যায়নি ৷ প্রযোজক পুলিশকে জানান, কেউই তাঁর কাছ থেকে কার্ড চায়নি ৷ এমনকি কার্ডে বিস্তারিত জানতে চেয়ে কোনও ফোনও আসেনি তাঁর কাছে ৷ পুলিশ সন্দেহ করছে বনি কাপুর যখন তাঁর কার্ডটি ব্যবহার করছিলেন, সে সময় কেউ সেই তথ্য পরিচালকের অলক্ষ্যে জেনে নিয়েছে ৷ তবে এটা জানা গিয়েছে, যে বনির অ্যাকাউন্ট থেকে টাকা গুরুগ্রামের একটি কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে ৷ তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details