মুম্বই, 29 মে :রহস্যজনক ভাবেক্রেডিট কার্ড থেকে উধাও প্রায় 4 লক্ষ টাকা ! আর তার মালিক স্বয়ং বলির বনি ৷ হ্যাঁ, বলিউডের পরিচালক-প্রযোজক বনি কাপুর এই অভিযোগ জানিয়েছেন ৷ 9 ফেব্রুয়ারি তাঁর অ্যাকাউন্ট থেকে 3.82 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে সরানো হয়েছে ৷ মনে করা হচ্ছে, সাইবার অপরাধীরাই এই টাকা চুরি করেছে (Film producer Boney Kapoor losses nearly 4 lakhs from his credit card) ৷
বুধবার আম্বোলি থানায় 'ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট'-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষের কাছাকাছি টাকা খোয়া গিয়েছে জানতে পেরে বনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে খোঁজ নেন ৷ তারপর পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷