পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Seema Haider-Sachin Meena: দিলেন অডিশন, নির্দোষ প্রমাণিত হলেই ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সীমা - প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে

প্রযোজকের পর এবার পরিচালকরা ও প্রোডাকশন হাউজের পুরো টিম হাজির সীমা ও সচিনের বাড়ি ৷ হল অডিশন ৷ আদালতের ক্লিনচিট পেলেই ভারতীয় গুপ্তচর সংস্থা (র) এজেন্টের ভূমিকায় দেখা যাবে সীমাকে ৷

Etv Bharat
সীমা হায়দারের বাড়িতে ছবির নির্মাতারা

By

Published : Aug 2, 2023, 11:09 PM IST

ছবিতে অভিনয় নিয়ে কী বললেন প্রযোজক ও সীমা ?

নয়াদিল্লি/গ্রেটার নয়ডা, 2 অগস্ট: প্রথমে প্রযোজক একা গিয়েছিলেন ৷ আর সীমা ও সচিনকে অভিনয়ের প্রস্তাব দিতে প্রোডাকশন হাউজ, প্রযোজক ও পরিচালক সকলে দল বেঁধে বুধবার রবুপুরায় তাঁদের সঙ্গে দেখা করেন ৷ এদিন পরিচালক সীমার অডিশন নেন ও তাঁর ছবিতে অভিনয়ের কথা জানান ৷ বিষয়টা নিয়ে সীমা খুব উৎসাহী ছিল ৷ জানা গিয়েছে, ছবিতে ভারতের ভারতীয় গুপ্তচর সংস্থার (র) এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সীমা ৷ রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল সাহুর খুনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হবে এই সিনেমা ৷

সিনেমার প্রযোজক অমিত জনি জানান, তিনি সীমার গায়ে জাফরান শাল জড়িয়ে দিয়ে তাঁর পা স্পর্শ করেন ৷ এই ছবির পুরো ইউনিট সীমার পরিবারের সঙ্গে দেখা করে ৷ ছবির পরিচালক জয়ন্ত সিনহা ও ভারত সিং সীমার অডিশন নিয়েছিলেন ৷ এরপরই তাঁকে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয় ৷

জনি আরও জানান, 2022 সালে উদয়পুরের বাসিন্দা এক দর্জি কানহাইয়া লাল সাহুকে খুন করা হয় ৷ এই হত্যার তদন্ত দেওয়া হয় এনআইএ-কে ৷ তারপর এই মামলায় দুই পাকিস্তানি-সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় ৷ এটি নিয়েই 'দ্য টেলর মার্ডার স্টোরি' নামে একটি সিনেমা তৈরি করা হচ্ছে ৷ এই ছবিতেই সীমাকে র-এর এজেন্টের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ৷ যা তিনি গ্রহণ করেছেন ৷

এখন প্রযোজক অমিত জনি মামলার তদন্তকারী পুলিশ অফিসার ও এটিএসের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন ৷ এটিএস এবং পুলিশ-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার রিপোর্টে সীমাকে নির্দোষ ঘোষণা করা মাত্রই ছবির নির্মাণ শুরু হবে বলেও জানিয়েছেন নির্মাতারা ৷ সীমাও বলেছেন, তিনি এই সিনেমায় অভিনয় করতে প্রস্তুত ৷ ক্লিনচিট পাওয়ার পরই কাজ শুরু করবেন ৷

প্রসঙ্গত, সচিনের প্রতি ভালোবাসার টানে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সীমা হায়দার ৷ বর্তমানে সীমা তাঁর 4 সন্তানকে নিয়ে সচিনের বাড়িতে বসবাস করছেন ৷ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সীমা ৷ নয়ডা পুলিশ , উত্তরপ্রদেশ এটিএস ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সচিনের বাবা নেত্রপাল ও তাঁর পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে ৷ পুলিশের সন্দেহ, সীমা গোলাম হায়দার একজন পাকিস্তানি গুপ্তচর ৷ তদন্তে দেখা গিয়েছে, পরিবারের কোনও সদস্য বাড়ির বাইরে কাজ করতে পারছে না ৷ যার ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে ৷

আরও পড়ুন : আর্থিক সংকট কাটাতে সীমা ও সচিনকে ফিল্মে অভিনয়ের প্রস্তাব প্রযোজকের

ABOUT THE AUTHOR

...view details