পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এ কী কাণ্ড! 'রসগোল্লা শেষ' শুনতেই বিয়েবাড়িতে হাতাহাতি বর-কনেপক্ষের - rasgulla

Fight Over Rasgulla: বিয়েবাড়িতে রসগোল্লা কম পড়ায় হাতাহাতিতে গুরুতর জখম ছয় ব্যক্তি ৷ উত্তরপ্রদেশের শামসাবাদের ঘটনায় মামলা দায়ের পুলিশের ৷

Etv Bharat
রসগোল্লা শেষ শুনতেই বিয়েবাড়িতে হাতাহাতি

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:13 PM IST

আগ্রা, 21 নভেম্বর: 'রসের গোলক, এত রস তুমি কেন ধরেছিলে হায়! ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়।'- সৈয়দ মুজতবা আলি 'রসগোল্লা' গল্প পড়ে সরস এই গোল্লা খাওয়ার ইচ্ছে জাগেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ৷ বঙ্গজীবনের অঙ্গ সুস্বাদু এই সাদা-সাদা গোল্লা, যা মুখে দিলেই তৃপ্তিতে বুজে আসে চোখ ৷ এমন স্বাদের মিষ্টি মন ভরে খেতে গেলে যদি পাতে কম পড়ে কার না রাগ হবে ! সেই রাগেই শুরু একেবারে হাতাহাতি ৷ রসগোল্লা কম পড়ায় বিয়েবাড়িতে মারামারি ৷ উত্তরপ্রদেশের শামসাবাদের ঘটনায় আহত ছয়জন ভর্তি হাসপাতালে ৷

শামসাবাদ পুলিশ আধিকারিক অনিল শর্মা বলেন, "রবিবার ব্রিজভান কুশওয়াহাতে বসেছিল বিয়ের আসর ৷ মধ্যরাতে বিয়েবাড়িতে রসগোল্লা কম পড়ায় শুরু হয় বরপক্ষ-কনেপক্ষের বচসা ৷ ঘটনা ক্রমশ পৌঁছয় হাতাহাতিতে ৷ মোট ছ'জন আহত হয়েছেন এই ঘটনায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ এই মুহূর্তে তাঁদের অবস্থা স্থিতিশীল ৷ মামলা দায়ের করা হয়েছে ৷" তিনি আরও জানিয়েছেন, হাতাহাতিতে ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাশ, ধর্মেন্দ্র ও পবন গুরুতর আহত হয়েছেন ৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মতো জায়গায় বিয়েবাড়িতে গুলাবজামুন বা জিলিপি মিষ্টির চল অনেক বেশি ৷ কিন্তু এই বিয়ে বাড়িতে এলাহি খাবারের আয়োজনের সঙ্গে ছিল বাংলার রসগোল্লা ৷ অতুলনীয় মিষ্টির স্বাদ পেয়ে একটু বেশি করেই খেতে থাকেন সকলে ৷ ফলে মধ্যরাতে বিয়ে হয়ে যাওয়ার পর যাঁরা খেতে বসেন তাঁদের পাতে রসগোল্লা না পরতেই ঘটে বিপত্তি ৷

তবে এই ধরনের ঘটনা নতুন নয় ৷ এর আগে অক্টোবরের শেষ দিকে আগ্রার এতমাদপুরের বিয়েবাড়িতে মিষ্টি কম হওয়ায় শুরু হয় হাতাহাতি ৷ ঘটনায় মৃত্যু হয় 22 বছরের এক যুবকের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন পাঁচজন ৷ এই বিয়েবাড়িতেও বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে রসগোল্লা কম পড়ায় শুরু হয় বিতর্ক ৷ ঝগড়া চরম পর্যায়ে পৌঁছলে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায় ৷

ঘটনায় 22 বছরের সানি নামে যুবক গুরুতর জখম হন ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হয় ৷ পরে তাঁকে ট্রান্সফার করা হয় সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন:

1.প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো

2.মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা

3.শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী

ABOUT THE AUTHOR

...view details