পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fight Over Dog in Lift: পোষ্যকে নিয়ে লিফটে ওঠায় মহিলাকে চড় অবসরপ্রাপ্ত আইএএসের! দেখুন ভিডিয়ো - পোষ্য

লিফটে কুকুরকে তোলা নিয়ে মহিলা এবং অবসরপ্রাপ্ত আইএএস-এর মধ্যে হাতাহাতি । পরে যা গড়ায় মারামারিতে । ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ।

Fight Over Dog in Lift
পোষ্যকে নিয়ে লিফটে মারামারি

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 4:40 PM IST

Updated : Oct 31, 2023, 5:59 PM IST

লিফটে পোষ্যকে নিয়ে মহিলা ও অবসরপ্রাপ্ত আইএএসের মারামারি

নয়াদিল্লি/নয়ডা, 31 অক্টোবর: নয়ডায় সোসাইটির লিফটে পোষ্যকে তোলা নিয়ে ঝামেলা ৷ হাতাহাতিতে জড়ালেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং মহিলা ৷ পরে মারধরের ঘটনাও ঘটে ৷ সোসাইটির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সমস্ত বিষয়টি ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো ৷

এই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক মহিলা ও তাঁর মেয়ে তাঁদের কুকুরকে নিয়ে সোসাইটির ওই লিফটে ওঠেন ৷ তাঁদের পোষ্যকে নিয়ে লিফটে ওঠার বিরোধিতা করেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আরপি গুপ্তা ৷ কুকুর নিয়ে লিফটে যাওয়া যাবে না বলে জানান তিনি ৷ মা ও মেয়েকে পোষ্যকে নিয়ে লিফট থেকে নেমে যেতে বলা হয় ৷ কিন্তু মহিলা নামতে রাজি হন না ৷ এ নিয়ে প্রথমে মহিলা ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । তর্ক চলাকালীন আইএএস অফিসার পকেট থেকে তাঁর মোবাইল বের করে কাউকে ফোন করতে যান ৷ সেসময় মহিলা তাঁর কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেন ।

এর পরে অবসরপ্রাপ্ত আইএএস মহিলাকে চড় মারেন, তাঁর চুলের মুঠি ধরে টানেন ৷ নিজের ফোনটা মহিলার হাত থেকে ছিনেয়ে ফিরিয়ে নিতে চান ৷ এতে ঝামেলা আরও বেড়ে যায় । আশেপাশের অন্যান্য লোকজনও সেখানে জড়ো হন । তখন ওই মহিলার স্বামীও সেখানে আসেন । এরপরই স্বামীর সঙ্গে মিলে মহিলা অবসরপ্রাপ্ত আইএএসকে চড় মারতে শুরু করেন । লিফটের মধ্যেই মারধর করা হয় আরপি গুপ্তাকে ৷ শেষে সোসাইটির নিরাপত্তরক্ষীরা এসে তাঁদের ঝামেলা থামান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

আরও পড়ুন:বেঙ্গালুরুর শপিং মলে যুবতীর সঙ্গে অভব্য আচরণ ব্যক্তির ! ভাইরাল ভিডিয়ো

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি সেক্টর-39 থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সোসাইটিতে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আধিকারিকরা । তবে এ বিষয়ে দুই পক্ষের কেউই থানায় কোনও লিখিত অভিযোগ করেনি । তারা কথা বলে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নেন ।

Last Updated : Oct 31, 2023, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details